shono
Advertisement

স্কুলে পড়ুয়া নেই, গল্পগুজব করেই বেতন নিয়ে বাড়ি ফিরছেন শিক্ষক

পাড়ায় পাড়ায় প্রচার করেও লাভ হয়নি৷ The post স্কুলে পড়ুয়া নেই, গল্পগুজব করেই বেতন নিয়ে বাড়ি ফিরছেন শিক্ষক appeared first on Sangbad Pratidin.
Posted: 12:53 PM Feb 09, 2018Updated: 01:08 PM Feb 09, 2018

শ্রীকান্ত দত্ত, পশ্চিম মেদিনীপুর:  ঝাঁ চকচকে স্কুল৷ খাতায় কলমে পড়ুয়া সংখ্যা মোটে চার৷ তারাও স্কুলে আসে না বললেই চলে৷ শিক্ষক মাত্র একজন৷ রোজ নিয়ম মেনে অবশ্য স্কুলে আসেন শিক্ষক নরেন্দ্র কুমার দে৷ স্কুল খোলার পর, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে খানিক গল্পগুজব করে বিকেলে বাড়ি ফিরে যান৷ মাস গেলে মাইনেও পেয়ে যান৷ স্কুলের নাম রামজীবনপুর কালীমাতা তফশিলি প্রাথমিক বিদ্যালয়৷

Advertisement

[পড়াশোনা করতে চায় মেয়ে, গলায় ফাঁস লাগিয়ে খুনের চেষ্টা বাবার]

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লাগোয়া রামজীবনপুর পুরসভা৷ পুর এলাকায় ৬ নং ওয়ার্ডে বেশিরভাগ বাসিন্দাই তফশিলি জাতিভুক্ত৷  এলাকায় একটি প্রাথমিক স্কুলও আছে৷ রামজীবনপুর কালীমাতা তফশিলি প্রাথমিক বিদ্যালয়৷ স্কুল ভবনটি পাকা৷ পরিকাঠামোর কোনও অভাব নেই৷ চার-চারটি ঘর, মিড ডে মিলের রান্নাঘর, শৌচাগারই শুধু নয়, স্কুলে বিদ্যুৎ সংযোগ ও পানীয় জলেরও সুব্যবস্থা রয়েছে৷ নেই শুধু পড়ুয়াই৷ খাতাকলমে এই স্কুলে পড়াশোনা করে মাত্র চারজন৷ কিন্তু, বাস্তবে স্কুলে আসে না কেউ৷ তবে নিয়ম মেনে অবশ্য রোজই স্কুলে আসেন একমাত্র শিক্ষক নরেন্দ্র কুমার দে৷ তিনি বলেন, ‘“বছর খানেক আগেও জনা দশ বারো ছাত্রছাত্রী স্কুলে আসত। এখন আর একজনও আসে না৷ ছাত্র জোগাড় করতে পাড়ায় পাড়ায় গিয়েছি৷ তবুও আসছে না পড়ুয়ারা৷ খুব হতাশ লাগছে৷’  বিষয়টি জানেন রামজীবনপুর পুরসভার চেয়ারম্যান নির্মল চৌধুরীও৷ পুর চেয়ারম্যানের বক্তব্য, ‘ওই এলাকায় একটি শিশুশিক্ষা কেন্দ্রও রয়েছে৷ পড়ুয়া কমার সেটিও একটি কারণ হতে পারে৷ খুব বেশি পরিবারও নেই ওই এলাকায়। কী করা যায়, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছি৷’

[আনাড়ি ছেলেকে স্টিয়ারিং ধরিয়ে উধাও চালক, দুর্ঘটনায় স্কুলবাস]

এদিকে, রামজীবনপুর পুর এলাকায় এই প্রাথমিক স্কুলটিতে পড়ুয়া সংকট নিয়ে রীতিমতো উদ্বিগ্ন রামজীবন চক্রও৷ চক্রের ভারপ্রাপ্ত এসআই কৌশিক ঘোষের আশঙ্কা,  ‘এই পরিস্থিতি বছরের পর বছর চলতে থাকলে সংসদ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে৷ বিষয়টি পুর কর্তৃপক্ষকে জানানো হয়েছে৷ আমরাও ভাবনা চিন্তা করছি৷”

ছবি:  সুকান্ত চক্রবর্তী

[বিয়েতে নারাজ পরিবার, বদলা নিতে নেটদুনিয়ায় প্রেমিকার অন্তরঙ্গ ছবি ফাঁস]

The post স্কুলে পড়ুয়া নেই, গল্পগুজব করেই বেতন নিয়ে বাড়ি ফিরছেন শিক্ষক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement