shono
Advertisement

Breaking News

এই শহরের স্টেশনে হেঁটে চলেছে ছায়ামূর্তি! ছড়াল আতঙ্ক

ভাইরাল ছবিতে তোলপাড় নেটদুনিয়া। The post এই শহরের স্টেশনে হেঁটে চলেছে ছায়ামূর্তি! ছড়াল আতঙ্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 07:57 PM Jun 26, 2017Updated: 02:31 PM Jun 26, 2017

সুদীপ বন্দ্যোপাধ্যায়: রাত কত হবে, আন্দাজ করে বলা কঠিন। তবে প্রায় গোটা স্টেশন চত্বরই ফাঁকা। একনজরে দেখলে চোখে নাও পড়তে পারে। কিন্তু, ভাল করে দেখলে অনেকেরই শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যেতে বাধ্য। স্টেশনের আলো সত্ত্বেও রেললাইনের উপর সুষ্পষ্ট হয়ে উঠেছে একটা ছায়ামূর্তি। যেন ট্রেন চলে আসার পরোয়া না করেই মোবাইলে কথা বলতে বলতে একমনে হেঁটে চলেছে লাইনের উপর দিয়ে।

Advertisement

[পাহাড়ে ফের পুলিশি তৎপরতা, অবশেষে সিংমারিতে পুলিশ সুপার]

ছবিটি দুর্গাপুর স্টেশনের। বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এটি। কোথাও দাবি করা হচ্ছে, অশরীরীর এই ছবি ধরা পড়েছে স্টেশনের সিসিটিভি ক্যামেরায়। কোথাও আবার বলা হচ্ছে, কারও মোবাইল ফোনে তোলা এই ছবি। যা বেশ কিছুদিন ধরেই ভাইরাল হয়ে উঠেছে নেটদুনিয়ায়। হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আসল সত্যিটা কী?

এই প্রশ্নই করা হয়েছিল আসানসোল ডিভিশনের পিআরও বিশ্বনাথ মুর্মুকে। জবাবে তিনি জানান, দুর্গাপুরের স্টেশন চত্বরে কোনও সিসিটিভিই নেই। তাই এমন ছবি ওঠার কোনও প্রশ্নই নেই।  তাহলে কি এ ছবি কারও মোবাইলে উঠে এসেছে? এই সম্ভাবনা অবশ্য অনেকেই উড়িয়ে দিতে পারছেন না। তবে এও মনে করা হচ্ছে, ফটোশপের মাধ্যমে এমন কোনও ছবিকে এডিট করে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে।

[সংশোধানাগারে বন্দির মৃত্যু, অশান্তি ছড়ানোর অভিযোগ ইন্দ্রাণীর বিরুদ্ধে]

অবশ্য যাঁরা এই অশরীরীর মতবাদে বিশ্বাস করছেন তাঁদের মতে, ‘বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর’। আপনাদের কী মনে হচ্ছে? এমনটা কি আদৌ হতে পারে? মৃত্যুর পরও থাকতে পারে আত্মার অস্তিত্ব?

[গুরুংয়ের বার্তার পর পাহাড় জুড়ে মোর্চার তাণ্ডব, নিশানায় জলবিদ্যুৎ কেন্দ্র]

ছবি সৌজন্যে – ব্রতীন দাস  

The post এই শহরের স্টেশনে হেঁটে চলেছে ছায়ামূর্তি! ছড়াল আতঙ্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement