অতুলচন্দ্র নাগ, ডোমকল: পুরস্কারের আশায় সময় ও অর্থ ব্যয় করে চলন্ত খাট বানিয়েছিলেন ডোমকলের নবাব শেখ। কিন্তু ভাগ্যে না থাকলে যা হয়! পুরস্কার তো মিললই না উলটে পড়তে হল বিপদে। বিশেষ ওই চলন্ত বিছানা নিয়ে গেল পুলিশ। মাথায় হাত নবাবের।

জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রথমে নবাব শেখকে থানায় ডাকা হয়। পরে কাগজ পত্রহীন ওই 'খাটগাড়ি'কে বাড়ি থেকে নিয়ে যেতে বলা হয়। এই ঘটনায় ভেঙে পড়েছেন নবাব শেখ। তাঁর বক্তব্য, "ভালো একটা জিনিস তৈরি করে ভাবলাম পুরস্কৃত হব। তা না হয়ে উলটে পুলিশের জালে পড়ে নাকানি-চোবানি খেতে হচ্ছে আমাকে।" কিন্তু কেন গাড়িটি আটক করল পুলিশ? তাঁদের যুক্তি, ওই 'খাটগাড়ি'র বৈধ কাগজপত্র নেই। তাই সেটি রাস্তায় বের করা নিষিদ্ধ। সেই কারণেই নির্দিষ্ট আইন অনুযায়ীই চলন্ত গাড়িটিকে আটক করা হয়েছে।
নবাব শেখ জানান, ইদের দিন মানুষকে চমকে দেওয়ার জন্য বিছানাটি রাস্তায় বের করেছিলেন তিনি। সেকাজে সার্থকও হয়েছি। কিন্তু তখন পুলিশ ডেকে বলেছিল, ইদের দিন এমনিতেই রাস্তায় যানবাহনের ভিড়। এর মধ্যে আর চমকদার গাড়ি রাস্তায় যেন বের না করি। এতে আরও যানজট হচ্ছে। বৃহস্পতিবার সকালে থানায় ডাক পড়তেই বিপত্তি। চলন্ত বিছানা থানায় রেখে যাওয়ার সময় নবাব বললেন, "ওটা তো খাটগাড়ি নয় , ওটা আমার আত্মা। সেই আত্মাকে থানায় রেখে বাড়ি যেতে হচ্ছে!"