shono
Advertisement
Raidighi

২৪ ঘণ্টায় জোড়া হত্যাকাণ্ড রায়দিঘিতে! অতর্কিত হামলায় কাকার হাতে 'খুন' ভাইপো

প্রত্যক্ষদর্শীদের দাবি, আগে থেকেই ছুরি নিয়ে বোলের বাজার এলাকায় লুকিয়েছিল 'হত্যাকারী' কাকা।
Published By: Sucheta SenguptaPosted: 12:17 PM Nov 05, 2024Updated: 02:35 PM Nov 05, 2024

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ২৪ ঘণ্টার মধ্যে দু-দুটি নৃশংস খুনের ঘটনায় ত্রস্ত দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘি। দুটি হত্যাকাণ্ডই ঘটেছে গলার নলি কেটে, এমনই জানাচ্ছেন তদন্তকারীরা। মঙ্গলবার সকালে ভাইপোকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে কাকার বিরুদ্ধে। আর এই হত্যাকাণ্ডের সাক্ষী রায়দিঘির (Raidighi) বোলের বাজারের একটি চায়ের দোকান। পর পর দুদিন এমন ঘটনায় তুমুল আতঙ্কিত এলাকাবাসী। খবর পেয়ে ঘটনার তদন্তে নেমেছে রায়দিঘি থানার পুলিশ।

Advertisement

মৃত শেখ বাহাদুর।

ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থানার নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের বোলের বাজার। জানা গিয়েছে, ভাইপো শেখ বাহাদুরের সঙ্গে কাকা  শেখ সাহাদাতের পারিবারিক বিবাদ চলছিল আর্থিক লেনদেন নিয়ে। তা নিয়ে উভয়ের মধ্যে বচসা থেকে এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মঙ্গলবার সকাল থেকে ছুরি হাতে বোলের বাজারের কাছে লুকিয়েছিল সাহাদাত। কিছুক্ষণ পর সেখানের একটি চায়ের দোকানে চা খেতে যান শেখ বাহাদুর। অভিযোগ, তাঁকে দেখেই অতর্কিত হামলা চালায় কাকা সাহাদাত। মুহূর্তের মধ্যে ছুরি দিয়ে গলার নলি কেটে সারা শরীরে এলোপাথাড়ি কোপ দিতে থাকে। রক্তাক্ত অবস্থায় সেখানেই তাঁকে ফেলে পালিয়ে যায় হামলাকারী।

বোলের বাজার এলাকায় তীব্র চাঞ্চল্য।

চোখের সামনে এমন খুনোখুনি দেখে মুহূর্তের জন্য থমকে যান সকলে। পরে সম্বিত ফিরে পেয়ে শেখ বাহাদুরকে উদ্ধার করতে ছুটে যান পথচলতি মানুষ, দোকানিরা। কোনওক্রমে উদ্ধার করে রায়দিঘি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এখনও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত সাহাদাত। সোমবার ভোরে রায়দিঘিতেই রাস্তার উপর গলাকাটা অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হয়েছিল। তাঁকেও খুন করা হয়েছে বলে অনুমান। ২৪ ঘণ্টা না কাটতেই ফের রাস্তায় হত্যাকাণ্ডের ঘটনায় ত্রাসের পরিবেশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২৪ ঘণ্টার মধ্যে ফের নৃশংস হত্যাকাণ্ড রায়দিঘিতে।
  • আর্থিক লেনদেনে নিয়ে বিবাদের জেরে কাকার হাতে 'খুন' ভাইপো।
Advertisement