shono
Advertisement

‘যাঁরা তর্পণের মঞ্চ খুলেছে, তাঁদের উর্দি খুলব’, ফের পুলিশকে হুঁশিয়ারি রাজু বন্দ্যোপাধ্যায়ের

'আজ মহালয়া মনে থাকলে আজও বাংলায় লকডাউন হতো', মুখ্যমন্ত্রীকে বিঁধলেন বিজেপি নেতা। The post ‘যাঁরা তর্পণের মঞ্চ খুলেছে, তাঁদের উর্দি খুলব’, ফের পুলিশকে হুঁশিয়ারি রাজু বন্দ্যোপাধ্যায়ের appeared first on Sangbad Pratidin.
Posted: 12:45 PM Sep 17, 2020Updated: 01:12 PM Sep 17, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহালয়ার (Mahalaya) সকালে তপর্ণ সেরে পুলিশকে একহাত নিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। হুমকির সুরে বললেন, “যাঁরা তপর্ণের মঞ্চ খুলেছে, তাঁদের উর্দি খুলে নেব।” এরপরই বিঁধলেন মুখ্যমন্ত্রীকে।

Advertisement

বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার গন্ধেশ্বরী ঘাটে তর্পণ করেন বিজেপির রাঢ়বঙ্গের দায়িত্বপ্রাপ্ত রাজু বন্দ্যোপাধ্যায় (Raju Banerjee)। এরপরই বাগবাজার ঘাটে বিজেপির ‘শহিদ’দের তপর্ণে বাধা দেওয়া প্রসঙ্গে তীব্র আক্রমণ করেন পুলিশকে। তাঁদের উর্দি খুলে নেওয়ার হুঁশিয়ারিও দেন। সাপ্তাহিক লকডাউন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করে বলেন, “মুখ্যমন্ত্রীর মনে ছিল না যে আজ মহালয়া। তাহলেও আজও লকডাউন জারি করতেন বাংলায়।” এরপরই পুরোহিত ভাতা প্রসঙ্গে ফের মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন রাজু বন্দ্যোপাধ্যায়। বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিতদের ভাতা দিয়ে নাটক করছেন। এ রাজ্যে দূর্গাপুজো করা যাবে না, তর্পণ করা যাবে না, সনাতন ধর্ম পালন করা যাবে না।”

[আরও পড়ুন: বিশ্বকর্মা পুজোয় জৌলুসহীন শিল্পাঞ্চল, কোভিডবিধি মেনে নমো নমো করে চলছে আরাধনা]

উল্লেখ্য, গতবারের মতো চলতি বছরেও বিজেপির ‘শহিদ’দের তর্পণের ব্যবস্থা করেছিল দল। তৈরি হয়েছিল মঞ্চ। করোনার কারণে বুধবার তর্পণের আয়োজন করায় নির্দিষ্ট সময়ে বাগবাজার ঘাটে পৌঁছে ছিল মৃতদের পরিবারের সদস্যরা। কিন্তু পুলিশি বাধার কারণে অন্য ঘাটে তর্পণ করাতে বাধ্য হন বিজেপি নেতারা। পুলিশের আচরণের প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভও দেখান অরবিন্দ মেনন, মুকুল রায়রা। সেই ঘটনার জেরেই ফের রাজু বন্দ্যোপাধ্যায়ের নিশানায় পুলিশ। 

[আরও পড়ুন: ঝোপে ভরা কুয়োয় উঁকি দিতেই পর্দাফাঁস, মিলল পুরুলিয়ার আদিবাসী দম্পতির কাটা মুন্ডু]

The post ‘যাঁরা তর্পণের মঞ্চ খুলেছে, তাঁদের উর্দি খুলব’, ফের পুলিশকে হুঁশিয়ারি রাজু বন্দ্যোপাধ্যায়ের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার