shono
Advertisement
Howrah

ট্রেন থেকে পড়ে লাইনের ধারে ২ ঘণ্টা কাতড়ালেন মহিলা! উদ্ধারও করল না 'অমানবিক' রেল

স্থানীয় পুলিশ পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
Published By: Suhrid DasPosted: 04:37 PM Dec 03, 2025Updated: 05:33 PM Dec 03, 2025

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: ফের অমানবিক রেল! ট্রেন থেকে পড়ে লাইনের ধারে টানা দুই ঘণ্টার বেশি এক মহিলা কাতড়ালেন। অভিযোগ, ওই ঘটনার পরে ট্রেনের চালক গাড়ি থামিয়েছিলেন। মুখ বাড়িয়ে ঘটনা দেখার পরেও তাঁকে উদ্ধার করা হয়নি! বরং চালক ট্রেন ছেড়ে দেন। রেলের তরফে তাঁকে উদ্ধারের ব্যবস্থাও নেওয়া হয়নি বলে অভিযোগ। পরে স্থানীয় পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর এলাকায়।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখার মাজু ও মহেন্দ্রলাল স্টেশনের মধ্যে ওই দুর্ঘটনা হয়েছিল। এদিন সকাল ৯.২০ মিনিট নাগাদ আমতা থেকে হাওড়া যাওয়ার জন্য ট্রেনটি ছাড়ে। ওই দুই স্টেশনের মধ্যে রেললাইনের ধারে ওই মহিলা ট্রেন থেকে পড়ে যান! ওই মহিলা মানসিক ভারসাম্যহীন বলে খবর। ওই ট্রেনে যাওয়ার সময় অসাবধানতাবশত তিনি পড়ে যান। তুমুল হইচই পড়ে গিয়েছিল ট্রেনের যাত্রীদের মধ্যে। সেই হইচইতে ট্রেন থামান চালক। ট্রেনের কেবিনের দরজা খুলে চালক ঘটনাটি দেখেন। কিন্তু তাঁকে উদ্ধার করে ট্রেনে তোলা হয়নি! বরং ট্রেন ছেড়ে দেন চালক।

জখম অবস্থায় প্রায় ২ ঘণ্টার বেশি ওই মহিলা রেললাইনের ধারেই পড়ে থাকেন বলে অভিযোগ। রেলপুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধারও করেনি বলে অভিযোগ। স্থানীয়দের মধ্যে ক্রমে ক্ষোভ বাড়তে থাকে। শেষপর্যন্ত জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে। তাঁকে জগৎবল্লভপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শরীরের একাধিক জায়গায় তাঁর আঘাত লেগেছে বলে খবর। কেন রেলের তরফ থেকে তাঁকে উদ্ধার করার জন্য কোনও পদক্ষেপ করল না? সেই ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

প্রসঙ্গত, সম্প্রতি ডোমজুড়ে ট্রেনের ধাক্কায় মারা গিয়েছিলেন এক ব্যক্তি। মৃতদেহ ঘণ্টার পর ঘণ্টা রেললাইনের উপরেই পড়েছিল। রেলের তরফে মৃতদেহ উদ্ধার করা হয়নি। অনেক পরে ওই মৃতদেহ স্থানীয় থানা উদ্ধার করেছিল। সেসময়ও রেল ও রেল পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ ছড়িয়েছিল।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের অমানবিক রেল! ট্রেন থেকে পড়ে লাইনের ধারের টানা দুই ঘণ্টার বেশি এক মহিলা কাতরালেন।
  • অভিযোগ, ওই ঘটনার পরে ট্রেনের চালক গাড়ি থামিয়েছিলেন।
  • মুখ বাড়িয়ে ঘটনা দেখার পরেও তাঁকে উদ্ধার করা হয়নি! বরং চালক ট্রেন ছেড়ে দেন
Advertisement