বাবুল হক, মালদহ: ফের শুটআউট মালদহে। বৈষ্ণবনগরে গুলিবিদ্ধ ২ ব্যক্তি। মদের আসরে গন্ডগোলের জেরে গুলি চলেছে বলে অনুমান। কিন্তু এত বন্দুক, গুলি আসছে কোথা থেকে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।
মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালদহের বৈষ্ণবনগরের বীরনগর বাজারে। মদের আসরে বচসার জেরে গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ দুজন। তাঁদের মধ্যে একজন প্রদীপ কর্মকার। তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজন নিরঞ্জন দাস। তিনি বেদরাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় মদের আসরে বচসা চলাকালীন এক ব্যক্তি হঠাৎ দুই-তিন রাউন্ড গুলি চালান। গুলিবিদ্ধ হন প্রদীপ ও নিরঞ্জন। তবে কী কারণে গুলি, কোনও শত্রুতা ছিল কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
মালদহে একের পর শুটআউটের ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূল নেতা দুলাল সরকার খুন, পরে এক তৃণমূল নেতার উপর হামলা। ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনার পর মঙ্গলবার ফের শুটআউট। কী করে এত আগ্নেয়াস্ত্র মালদহে ঢুকছে তা নিয়েও প্রশ্ন উঠছে।