অর্ণব দাস, বারাকপুর: সাতসকালে রবানগরে শুটআউট (Baranagar Shootout)! ট্রাম ডিপোয় কর্মরত এক কর্মীকে লক্ষ্য করে গুলি। তবে তা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচেছেন তিনি। তবে গুলির বারুদের আঘাতে আহত হয়েছেন তিনি। অভিযুক্তরা পলাতক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বরানগর থানার পুলিশ। কী কারণে গুলি? তা নিয়ে ধোঁয়াশা। পুরনো কোনও শত্রুতা জেরে এই কাণ্ড কি না, নাকি অন্য কারণ রয়েছে সব দিক খতিয়ে দেখছে তদন্তকারীরা। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। আতঙ্কিত বাসিন্দারা।
আহত ব্যক্তির নাম বিকাশ মজুমদার। তিনি বরানগর পুরসভার নর্দান পার্ক এলাকার বাসিন্দা। পেশায় ট্রাম ডিপোর কর্মী। শুক্রবার সকাল ৬টা ২৫ মিনিট নাগাদ বিকাশবাবু নর্দান পার্কে বাড়ির আবর্জনা ফেলতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় দুই দুষ্কৃতী বাইকে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। বিকাশবাবু রাস্তায় পড়ে গেলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। গুলির বারুদে আহত হয়েছেন তিনি।
জানা গিয়েছে, বাইকে আসা দুই যুবক গুলি চালিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে চম্পট দেয়। তাদের মাথায় হেলমেট ছিল। ঘটনার পর খবর যায় থানায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে তদন্ত শুরু করে। তবে কী কারণে গুলি তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনা কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা।
স্থানীয় বাসিন্দা কেশব চন্দ্র বলেন, "এখানে এই রকম ঘটনা আগে কোনও দিন ঘটেনি। সকালে ময়লা ফেলতে গিয়েছিল বিকাশ সেই সময় গুলি চলে। ছেলেগুলি পালিয়ে যায়। ওদের মাথায় হেলমেট ছিল। আরও এক বাসিন্দা শান্তনু মজুমদার বলেন, "এই মানুষটা কোনও দিন বিবাদে জড়ায়নি। তার শত্রু থাকতে পারে বলে মনে করি না। বারুদ ছিটকে আহত হয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।" স্থানীয় তৃণমূল নেতা শুভাশিস কর বলেন, "শান্তপ্রিয় জায়গা। অবাক হয়েছি। বিকাশ ময়লা ফেলতে এসেছিল, সেই সময় গুলি। অনেক বড় ক্ষতি হতে পারত। আমি চাইছি প্রশাসন সঠিকভাবে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিক।"
