shono
Advertisement
SIR

এখনও মেলেনি এনুমারেশন ফর্ম! 'দেশছাড়তে হবে না তো?', শঙ্কায় উলুবেড়িয়ার ভোটাররা

এনুমারেশন ফর্ম দেওয়ার কাজ বাংলায় প্রায় শেষ পর্যায়ে।
Published By: Kousik SinhaPosted: 08:10 PM Dec 02, 2025Updated: 08:10 PM Dec 02, 2025

নিজস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া: এনুমারেশন ফর্ম দেওয়ার কাজ বাংলায় প্রায় শেষ পর্যায়ে। কিন্তু এখনও পর্যন্ত এসআইআর সংক্রান্ত ফর্ম হাতেই পেলেন না শ্যামপুর বিধানসভার ১৯০ অংশের ১৬ জন ভোটার। তাঁদের মধ্যে কারোর নাম রয়েছে ২০২৫ সালের ভোটার তালিকায় আবার কেউ ২০১৯ সাল থেকে ভোট দিয়ে আসছেন। তাহলে কেন ফর্ম এখনও মিলল না তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যে সংশ্লিষ্ট বিএলওকে এই বিষয়ে জানানো হলেও কোনও সুরাহা পাওয়া যায়নি বলেই অভিযোগ ভোটারদের। স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় তাঁরা। কোনওভাবে নাম বাদ পড়বে না তো?

Advertisement

ফর্ম যারা পাননি, তাঁদের মধ্যে অন্যতম সৌভিক পাখিরা। শ্যামপুর বিধানসভার ১৯০ অংশের ভোটার। বছর ৩৫ এর সৌভিকের অভিযোগ, ''২০১৯ সাল থেকে ভোট দিয়ে আসছি। এমনকি ২০২৫ এর ভোটার তালিকাতেও নাম রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এসআইআরের প্রেক্ষিতে এনুমারেশন ফর্ম পায়নি।''

শুধু তিনিই নন, শান্তনু প্রামানিক নামে আরও এক ব্যক্তি জানান, তাঁর বৌদির নামেও এনুমারেশন ফর্ম আসেনি। তিনি বলেন। ''বিষয়টি নিয়ে উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।'' তাঁর কথায়, '' এক্ষেত্রে শীর্ষ আধিকারিকদের যুক্তি এরা প্রত্যেকেই প্রকৃত ভোটার। তাই ১৬ ডিসেম্বরের পর আবেদন করলে ওই ভোটারদের নাম ভোটার তালিকায় উঠে যাবে।''

আর এখানেই এনুমারেশন ফর্ম না পাওয়া ভোটারদের প্রশ্ন, যে নাম উঠবে সেটা তো নতুন ভোটার হিসেবে! তাহলে এতদিন ভোট দিয়েও কেন ফর্ম পাওয়া গেল না সেই উত্তর অজানা সবার কাছেই, দাবি সংশ্লিষ্ট ভোটারদের। অন্যদিকে ঘটনার খোঁজ পেয়েই বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অ্যাসিটেন্ট রির্টানিং অফিসার প্রণব কুমার মণ্ডল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এখনও পর্যন্ত এসআইআর সংক্রান্ত ফর্ম হাতেই পেলেন না শ্যামপুর বিধানসভার ১৯০ অংশের ১৬ জন ভোটার।
  • ইতিমধ্যে সংশ্লিষ্ট বিএলওকে এই বিষয়ে জানানো হলেও কোনও সুরাহা পাওয়া যায়নি বলেই অভিযোগ ভোটারদের।
  • স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় তাঁরা।
Advertisement