shono
Advertisement
BLO Death

SIR-এর চাপ! রাত জেগে কাজ করতে করতেই হার্ট অ্যাটাক, মৃত্যু মুর্শিদাবাদের বিএলওর

ঘটনায় শোকের ছায়া পরিবারে।
Published By: Kousik SinhaPosted: 10:31 AM Nov 28, 2025Updated: 12:50 PM Nov 28, 2025

চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: অসহ্য কাজের চাপ! এর মধ্যেই রাত জেগে এসআইআর (SIR in Bengal) সংক্রান্ত কাজ করতে করতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বিএলওর (BLO Death)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রাম জেলায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। পরিবারের দাবি, প্রত্যেকদিনই রাত জেগে এসআইআর সংক্রান্ত কাজ করতেন। সার্ভারে আপলোড করতেন সমস্ত তথ্য। রাত জেগে জেগে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। আর সেই কারণেই এই ঘটনা। অন্যদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। 

Advertisement

মৃত ওই বিএলওর নাম জাকির হোসেন। পেশায় শিক্ষক। জানা যায়, দীঘা (প্রাইমারি স্কুল)
বুথ নম্বর ১৪ এর বিএলও হিসাবে দায়িত্বে ছিলেন জাকির হোসেন। পরিবারের এক সদস্য জানান, ''প্রত্যেকদিন সকালে এসআইআর সংক্রান্ত কাজ করতে বের হতেন। আবার গভীর রাত পর্যন্ত সেই সময় ফর্ম সার্ভারে আপলোড করতেন। যা নিয়ে মানসিক চাপ বাড়ছিল।'' এমনকী তাঁর জন্যে যে এই কাজ নয়, তাও স্থানীয়দের কাছে জানিয়েছিলেন বলে দাবি ওই সদস্যের।

জানা যায়, বৃহস্পতিবার রাতে কাজ করার সময়েই হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন জাকির হোসেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় জাকির হোসেলের। ঘটনায় শোকের ছায়া পরিবারে।

এসআইআরের কাজ নিয়ে জটিলতা বাড়ছে দিনের পর দিন। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষের জন্য কার্যত চাপ দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফে। অথচ পরিকাঠামোয় হাজারও ত্রুটি। বিশেষ করে সার্ভারে আপলোড করতে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে বিএলওদের। বেশিরভাগ সময়েই দেখা যায় লিঙ্ক নেই! ফলে খুব দ্রুত কাজ করতে মুশকিলে পড়ছেন বিএলওরা। আর এই পাহাড়প্রমাণ চাপের কাছে হার মেনে কোনও কোনও বিএলও নিজের জীবন শেষ করে দেওয়ার পথে হেঁটেছেন। সুইসাইড নোটে তাঁরা সেই কারণও লিখেছেন। শুধু তাই নয়, একাধিক বিএলও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। যা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাত জেগে এসআইআর সংক্রান্ত কাজ করতে করতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বিএলওর।
  • ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রাম জেলায়।
Advertisement