shono
Advertisement
SIR in Bengal

কুড়ি কুড়ি বছরের পার... ২০ বছর পর মা-মেয়েকে মিলিয়ে দিল SIR

এনুমারেশন ফর্ম পূরণের সময় দত্তপুকুরে যেন মিলনোৎসব!
Published By: Sucheta SenguptaPosted: 06:48 PM Nov 28, 2025Updated: 08:31 PM Nov 28, 2025

অর্ণব দাস, বারাসত: দীর্ঘ কুড়ি বছর খোঁজ ছিল না মেয়ের। মা জানতেও না, মেয়ে আদৌ বেঁচে আছে কি না। সেই মেয়ের সঙ্গেই মায়ের দেখা হল এসআইআরের সূত্র ধরে! হাজারও ঝক্কির মাঝে দত্তপুকুরে যেন মিলনোৎসব। এনুমারেশন ফর্ম পূরণের জন্য প্রয়োজনীয় নথি আনতে দমদমে গিয়েছিলেন মা কল্যাণী অধিকারী। সেখানেই তাঁর সঙ্গে দেখা হয়ে গেল জামাইয়ের। আর তারপর সহজেই মেয়ের কাছে পৌঁছে গেলেন কল্যাণীদেবী। ২০ বছর পর মা-মেয়ের মিলন মুহূর্তে আবেগপ্রবণ অনেকেই। তাঁরা বলছেন, ভাগ্যিস এসআইআর হচ্ছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেয়ের বিয়ের পর দমদমে তাঁর শ্বশুরবাড়ি এলাকাতেই ভাড়া থাকতেন কল্যাণীদেবী। পরবর্তীতে আর্থিক সমস্যার কারণে বছর কুড়ি আগে তিনি চলে আসেন দত্তপুকুর থানার কোটরা এলাকায়। তাঁর কিছুদিন পরই মেয়ে জামাইয়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাঁর। পরবর্তীতে বহুবার দমদম-সহ সংলগ্ন এলাকায় মেয়ের খোঁজ করেছেন তিনি। কিন্তু কিছুতেই মেয়েকে পাননি।

এরপর হানা দেয় মহামারী করোনা। এমন দুঃসময়ে বৃদ্ধা কল্যাণীদেবী মন্দির থেকে প্রশাসনের দরজায় দরজার ঘুরেছেন, কিন্তু হারানো মেয়ের সন্ধান পাননি। এরই মধ্যে অনটন বাড়লে তিনি আশ্রয় নেন দত্তপুকুরের নাকশা কালীমন্দিরে। তারপর থেকে মেয়েকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। এরপর শুরু হয় এসআইআর প্রক্রিয়া। স্থানীয় বিএলও কল্যাণীদেবীর কাছে ২০০২ সালের নথি চান। এই কারণেই সম্প্রতি তিনি গিয়েছিলেন দমদমে ভাড়ায় থাকা এলাকায়। সেখানেই রাস্তায় আচমকা জামাইয়ের সঙ্গে দেখা হয়ে যায় তার। তারপর সাক্ষাৎ হয় মেয়ের সঙ্গে। কল্যাণী দেবীর কথায়, "এসআইআরের জন্য নথি আনতে গিয়ে ২০বছর পর জামাইয়ের সঙ্গে হঠাৎ দেখা হয়। জামাই নথি জোগাড় করে দিয়েও বাড়িতে নিয়ে যায়। তারপর ওদের বাড়ি গিয়ে মেয়ের সঙ্গে দেখা হল। এতদিন বুক ফাঁকা ছিল। সন্তানকে পেয়ে শান্তি ফিরে পেলাম।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কুড়ি বছর পর ফের মা-মেয়ের মিলন!
  • দত্তপুকুরে এসআইআরের সূত্র ধরে মেয়েকের খুঁজে পেলেন মা।
Advertisement