তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যে লজিক্যাল ডিসক্রিপান্সি ও আনম্যাপড ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। শনিবার রাত সাড়ে ৯টার পর রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তালিকা আপলোড করা হয়েছে। সেইসঙ্গে ERO ও AERO-দের কাছে বুথভিত্তিক এই তালিকা পাঠানো হয়েছে। কমিশন সূত্রে খবর, আপাতত তাঁরাই তালিকা দেখতে পাবেন। রবিবার সকাল থেকে নির্দিষ্ট জায়গা অর্থাৎ পঞ্চায়েত অফিস, ব্লক ও ওয়ার্ড অফিসে তালিকা টাঙানো হলে তা দেখতে পাবেন সাধারণ ভোটাররা। সূত্রের আরও খবর, আপাতত এই তালিকায় প্রায় ১ কোটি ৫১ লক্ষ নাম রয়েছে। এঁদের প্রত্যেকের হয় তথ্যগত অসংগতি নয়ত ম্যাপিংয়ের সমস্যা রয়েছে।
শনিবার রাত সাড়ে ৯টার পর রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে লজিক্যাল ডিসক্রিপান্সি ও আনম্যাপড ভোটারদের তালিকা আপলোড করা হয়েছে। সেইসঙ্গে ERO ও AERO-দের কাছে বুথভিত্তিক এই তালিকা পাঠানো হয়েছে। এই তালিকায় প্রায় ১ কোটি ৫১ লক্ষ নাম রয়েছে।
কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে শীর্ষ আদালত ২৪ জানুয়ারির মধ্যে তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল, সেখানে রাত গড়াল কেন? সূত্রের খবর, তালিকা প্রকাশের আগে দফায় দফায় রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে আধিকারিকরা বসে আলোচনা করেন। দিল্লি থেকেও এ বিষয়ে পরামর্শ নেওয়া হয়। শেষমেশ রাতে সম্পূর্ণ তালিকা ওয়েবসাইটে আপলোড করার কাজ হয়েছে বলে জানান সিইও অফিসের এক কর্তা। তিনি এও জানান, দিল্লি থেকে ওই তালিকা আসার পর ERO ও AERO-দের কাছে পাঠানো হয়েছে। তবে সাধারণ ভোটাররা কীভাবে নিজেদের নাম দেখতে পাবেন, সেদিকে কোনও দিশা দেখাতে পারেননি কমিশনের ওই আধিকারিক।
এর আগে পাওয়া তথ্য অনুযায়ী -
- বাংলায় তথ্যগত অসংগতির তালিকায় ৯৪ লক্ষ ৪৯ হাজার ১৩২ জন ভোটারের নাম আছে।
- আনম্যাপড ভোটারের সংখ্যা ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬। সবমিলিয়ে সংখ্যাটা ছিল ১ কোটি ২৬ লক্ষ সাড়ে ১৭ হাজার মতো।
কিন্তু শনিতে প্রকাশিত তালিকায় দেখা গিয়েছে, মোট নাম রয়েছে ১ কোটি ৫১ লক্ষের। সূত্রের খবর -
- এর মধ্যে বেশিরভাগ নাম তথ্যে অসংগতির কারণে, এই সংখ্যাটা প্রায় ১ কোটি ২০ লক্ষ।
- আনম্যাপড ভোটারের সংখ্যা ৩১-৩২ লক্ষ।
- শুনানিতে গরহাজির ছিলেন ১০ থেকে ১৫ শতাংশ ভোটার।
এখন কবে থেকে কীভাবে নিজেদের নাম দেখতে পাবেন, সেই অপেক্ষায় সাধারণ ভোটাররা। তবে আশা করা হচ্ছে, রবিবার সকাল থেকেই গ্রাম পঞ্চায়েত, ব্লক ও ওয়ার্ড অফিসে পূর্ণাঙ্গ তালিকা টাঙিয়ে দেওয়া হবে।
