ফরাক্কার পর উত্তর দিনাজপুরের চাকুলিয়া! এসআইআরে (SIR in West Bengal) সাধারণ মানুষকে শুনানিতে ডেকে হয়রানির অভিযোগে বিডিও অফিসে ভাঙচুর ক্ষিপ্ত জনতার। বিডিও অফিসের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। পাশাপাশি পথ অবরোধ করেন স্থানীয়রা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে চাকুলিয়ার কাহাটা এলাকায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, এসআইআরে (SIR in West Bengal) দ্বিতীয় পর্বে নতুন করে হাজার হাজার ভোটারদের শুনানিতে হাজিরের জন্য নোটিস দেওয়া হচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ফের নতুন করে ৮৫ হাজার ভোটারের শুনানির নামে নোটিস দেওয়ার চরম হয়রানির অভিযোগ স্থানীয়দের। নাম বাদ যাওয়ার আশঙ্কায় বিক্ষোভ দেখান তাঁরা। পাশাপাশি নোটিস প্রত্যাহারের দাবি জানিয়েছেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চাকুলিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, এসআইআর (SIR in West Bengal) পর্ব চলাকালীন বুধবার ফরাক্কায় বিডিও অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। এসআইআরের নাম করে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। এই অভিযোগ তুলে চলে বিক্ষোভ। শুধু তাই নয়, বিক্ষোভকারীদের দাবি, শুনানির জন্য আসা মানুষজন প্রয়োজনীয় নথি নিয়ে শুনানিতে হাজির হচ্ছেন। কিন্তু তাঁদেরকে নথি জমা নেওয়ার কোনও ‘রিসিভ’ দেওয়া হচ্ছে না। এর ফলে আগামী দিন এই ভোটারদেরকে অনুপস্থিত দেখিয়ে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন বিক্ষোভকারীরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে চাকুলিয়া ঘটল একই ঘটনা।
