ফের এসআইআর (SIR in West Bengal)-এর নজরে বিরোধী নেতারা। এবার এসআইআর-এর নজরে নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। জানা গিয়েছে, আগামী ২৭ জানুয়ারি তাঁকে শুনানির জন্য ডাকা হয়েছে। জাঙ্গিপারা বিডিও অফিসে তাঁকে শুনানিতে ডাকা হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, তথ্যে অসঙ্গতি রয়েছে আইএসএফ বিধায়কের।
অন্যদিকে, এসআইআরের (SIR in West Bengal) শুনানির জন্য ডাক পেলেন রাজ্যের তিনবারের বিধায়ক তাজমুল হোসেন। কমিশনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন তিনি। রাজ্যের ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন। ২০০৬ সাল থেকে ২০১৬ পর্যন্ত টানা দশ বছরের বিধায়ক তাজমুল হোসেন। ২০২১ সালে তৃণমূলের প্রতীকে জয়লাভ করে রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান।
ক্ষুব্ধ মন্ত্রী তাজমুল হোসেনের প্রতিক্রিয়া, "যে ইলেকশন কমিশনের দ্বারা আমি তিনবারের নির্বাচিত বিধায়ক, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের একজন মন্ত্রী, এখন সেই ইলেকশন কমিশন এসআইআরের নামে আমি বৈধ ভোটার কি না তা যাচাই করবে?" চরম ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "বাংলায় বিজেপিকে নির্বাচিত করার জন্য ইলেকশন কমিশনের সমস্ত চক্রান্ত ও ষড়যন্ত্রের জবাব দেবে বাংলার মানুষ।"
মন্ত্রীকে পাঠানো হেয়ারিং নোটিশে বলা হয়েছে, পূর্ববর্তী এসআইআরের সময় তাজমুল হোসেন ভুল তথ্য পরিবেশন করেছেন। ফলে ২০০২ সালের ভোটার তালিকায় বাবার নামের সঙ্গে তাঁর নামের মিল নেই।
আগামী ২৯ জানুয়ারি সকাল ১০.৩০ নাগাদ সংশ্লিষ্ট যাবতীয় তথ্য নিয়ে এসআইআরের শুনানি কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। তাজমুলের বাবার নাম দিদার হোসেন। তাঁর বাবা যাদব পরিবার থেকে আসা একজন ধর্মান্তরিত মুসলিম। তাঁদের আদি বাসস্থান উত্তর প্রদেশ। সেখানে এখনও পুরনো পরিবার বসবাস করে। পুরনো পরিবারের কিছু সদস্য এখনও হিন্দু যাদব।
