দেবব্রত মণ্ডল, বারুইপুর: মানুষের খুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে। রবিবার দুপুরে এলাকার একটি পুকুরে খুলিগুলি পরিষ্কার করছিল এক তন্ত্রসাধক। সেই সময় স্থানীয়দের নজরে পড়তেই খবর দেওয়া হয় থানায়। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতের কাছে থাকা মাথার খুলি দু’টিও। কোথা থেকে অভিযুক্তের কাছে এল খুলি দুটি? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
নরেন্দ্রপুরের দোলতলা বিশ্বাসপাড়া এলাকার বাসিন্দা তপনকান্তি বিশ্বাস নামে ওই ব্যক্তি। তন্ত্রসাধক হিসেবেই এলাকায় পরিচিত ছিল সে। জানা গিয়েছে, রবিবার দুপুরে হঠাৎই স্থানীয়রা দেখতে পান দু’টি মানুষের মাথায় খুলি নিয়ে পুকুর পাড়ে বসে রয়েছে তপন। হঠাৎই ভাল করে খুলিগুলি ধুতে শুরু করে সে। বিষয়টি বুঝতে পেরেই তপনকান্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে স্থানীয়রা। সকলে চেপে ধরতেই ভয় পেয়ে যায় ওই ব্যক্তি। এরপরই পালটা স্থানীয়দের উপর চিৎকার শুরু করে সে। তখনই এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে খবর দেয় নরেন্দ্রপুর থানায়।
[আরও পড়ুন: ঐশীরাই অনুপ্রেরণা, নতুন মুখের ভরসায় পুরভোট লড়ার ইঙ্গিত সূর্যকান্ত মিশ্রর]
স্থানীয়দের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তপনকান্তি বিশ্বাসের বাড়িতে হাজির হয় নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। সেখান থেকেই উদ্ধার হয় মানুষের মাথার খুলি। এরপরই অভিযুক্তকে আটক করে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, তন্ত্রসাধনার কাজের জন্যই খুলিগুলি তার কাছে রাখা ছিল। কিন্তু আদৌ খুলি দুটি সে ব্যবহার করেছিল কি? কতদিন ধরে তার কাছে ছিল সেগুলি? কোথা থেকেই বা খুলিগুলি এনেছিল সে? ঘটনার সঙ্গে আর কার যোগ রয়েছে? এহেন একাধিক প্রশ্নের উত্তরের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।
[আরও পড়ুন: পাঁচদিনের লড়াই শেষ, মৃত্যু হল ঘুটিয়ারি শরিফের বিস্ফোরণে জখম জুলফিকরের]
The post পুকুরের জলে মানুষের খুলি ধুচ্ছে তন্ত্রসাধক! চাঞ্চল্য নরেন্দ্রপুরে appeared first on Sangbad Pratidin.
