shono
Advertisement

বনধ ব্যর্থ, মেনে নিলেন বিমান বসু

চার দেওয়ালের মধ্যে বসে নেওয়া যে কোনও সিদ্ধান্ত মানুষ সহজে মেনে নেবে না! The post বনধ ব্যর্থ, মেনে নিলেন বিমান বসু appeared first on Sangbad Pratidin.
Posted: 12:30 AM Nov 29, 2016Updated: 07:00 PM Nov 28, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বনধ ব্যর্থ! ধর্মঘট সর্বাত্মক হওয়ার প্রশ্নই নেই কার্যত স্বীকার করে নিলেন রাজ্য বামফ্রন্ট সভাপতি বিমান বসু৷ দেশে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলকে কেন্দ্র করে সাধারণ মানুষ যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই ইস্যুতে সোমবার রাজ্যজুড়ে বনধ ডাকে সিপিএম-সহ ১৮টি বাম দল৷ কিন্তু ইতিমধ্যেই টাকার সমস্যায় জেরবার সাধারণ মানুষ বনধকে কোনওভাবেই সমর্থন করেননি৷ গোটা দিনে বনধকে কেন্দ্র করে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া জীবনযাত্রা ছিল স্বাভাবিক৷ আর তাই এদিন বনধ যে কোনওভাবেই সফল নয়, তাই স্বীকার করে নিলেন বিমানবাবু৷ সোমবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “বনধকে কোনওভাবেই সর্বাত্মক সফল বলা যাবে না৷ হরতাল স্বল্প ব্যবধানের মধ্যে ডেকেছি৷ ব্যর্থতা থেকে আমরা শিক্ষা নেব৷”

Advertisement

এদিন বিমানবাবুর বনধের ব্যর্থতাকে নেওয়ায় বামেদের বনধ ডাকার সিদ্ধান্তকে আবারও কটাক্ষ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তিনি এদিন বলেন, “সাধারণ মানুষকে বোকা ভাবার কোনও কারণ নেই৷ মানুষ এমনিতেই সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ টাকার অভাবে বিয়ে আটকে যাচ্ছে৷ দৈনন্দিন জীবনযাপনে আর্থিক অনটন দেখা দিচ্ছে৷ তার উপর ১২ ঘণ্টার একটা বনধকে সাধারণ মানুষ কোনওভাবেই মেনে নেননি৷”

বারবার বনধ ডেকে বামপন্থীরা বনধ নামক অস্ত্রকে ভোঁতা করে দিয়েছে বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী৷ মানুষের সমস্যা বোঝার জন্য পথে নেমে আন্দোলনে যোগ দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি৷ চার দেওয়ালের মধ্যে বসে নেওয়া যে কোনও সিদ্ধান্ত মানুষ সহজে মেনে নেবে না বলেও জানান তিনি৷

The post বনধ ব্যর্থ, মেনে নিলেন বিমান বসু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement