রাজ্যের বহু বিশিষ্ট নাগরিক, কবি, ক্রীড়াবিদ, রাজনীতিবদ এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন। এবার এসআইআর শুনানির নোটিস পেলেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ওই নোটিস তিনি হাতে পেয়েছেন। এমনই জানিয়েছেন ত্বহা সিদ্দিকি।
আজ, শুক্রবার তহ্বা সিদ্দিকি বলেন, "বৃহস্পতিবার এসআইআর শুনানির নোটিস আমাকে দিয়েছে। শুনেছি আমার আব্বার নামেও নাকি নোটিস আসবে! যদিও তিনি মারা গিয়েছেন।" ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকিকে শুনানিতে ডাকার কথা জানাজানি হতেই শুরু হয়েছে চর্চা। কমিশনের বিরুদ্ধে ক্ষোভও উগড়ে দিচ্ছেন স্থানীয়দের একাংশ। মানুষ হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
এসআইআর ইস্যু নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন পীরজাদা। কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে সাধারণ মানুষদের হেনস্তা করছেন, বিশেষত মুসলমান সম্প্রদায়ের মানুষদের হয়রানির মধ্যে ফেলা হচ্ছে, এমনই অভিযোগ করেছেন তিনি। বাংলার পরিযায়ী শ্রমিকরা বিজেপিশাসিত রাজ্যে বাংলাদেশি অভিযোগে মার খাচ্ছেন, অনেককে খুন করাও হচ্ছে বলে অভিযোগ। বাংলায় কথা বলার শাস্তি! এবার উত্তরপ্রদেশে বাংলার সিঙ্গুরের শ্রমিককে খুনের অভিযোগ। বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন স্ত্রী। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল হুগলির সিঙ্গুর থানার দেওয়ানভেরি গ্রামে। সেই ঘটনা নিয়েও ক্ষোভপ্রকাশ করেছেন ফুরফুরা শরিফের পীরজাদা।
কেন বাংলার যুবকদের এভাবে খুন করা হচ্ছে? কেন ভিনরাজ্যে হেনস্তার শিকার হচ্ছেন পরিযায়ী শ্রমিকরা? সরকার কী করছে? সেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ত্বহা সিদ্দিকি। বিজেপির ইন্ধনে এসআইআর করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
