অরিজিৎ গুপ্ত, হাওড়া: ঘনবসতি এলাকায় বোমা বিস্ফোরণ, জখম হল এক কিশোর! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেচে হাওড়ার (Howrah) ব্যাটরা থানা এলাকায়। জানা গিয়েছে, জখম ওই কিশোরের নাম রৌশন সিং। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ব্যাটরা থানা থেকে ১০০ মিটার দূরে ভোলানাথ কবিরাজ লেনে। ওই এলাকারই বাসিন্দা ৯ বছরের কিশোর রৌশন। অন্যান্যদের সঙ্গে সেও এদিন দুপুরে ওই এলাকার মাঠে ব্যাডমিন্টন খেলছিল। ওই মাঠেরই একটি জায়গায় ওই বোমা রাখা ছিল বলে খবর। খেলার সময় কোনওভাবে সেটির সঙ্গে সংঘাত হয়। নিমেষে সেই বোমাটি ফেটে যায়।
গুরুতর জখম হয় কিশোর রৌশন সিং। বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে ওঠে। আতঙ্কিত হয়ে ওঠেন স্থানীয়রা। জখম ওই কিশোরকে দ্রুত উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিশোরের ডান চোখ ও ডান হাতে গুরুতর আঘাত লেগেছে বলে খবর। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। সেখানেই ওই কিশোর ভর্তি বলে খবর।
বিস্ফোরণের পরেই ঘটনাস্থলে যায় ব্যাটরা থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। কীভাবে ওই বোমা জনবহুল এলাকায় এল? দুষ্কৃতীরা ওই এলাকায় কি বোমা মজুত করেছিল? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ ওই জায়গাটিকে ঘিরে রেখেছে। আর কোনও বোমা কি ওই এলাকায় লুকিয়ে রাখা হয়েছে? সেইসব বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
