shono
Advertisement
Nadia

বিএসএফ জওয়ানকে ছাড়ল পুলিশ, নিষিদ্ধ কফ সিরাপ নিয়ে অশান্তিতে ইতি টানল দু'পক্ষই

ভুল বোঝাবুঝি হয়েছিল বলেই জানাল দু'পক্ষ।
Published By: Tiyasha SarkarPosted: 12:56 PM Nov 05, 2025Updated: 04:13 PM Nov 05, 2025

অর্ণব আইচ: নিষিদ্ধ কফ সিরাপ নিয়ে পুলিশ-বিএসএফের অশান্তিতে (WB Police BSF Clash) মঙ্গলবার রাতে উত্তপ্ত হয়ে উঠেছিল ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়ার (Nadia) চাপড়া। আহত হয়েছিলেন বেশ কয়েকজন পুলিশকর্মী। রাত পেরতেই পুলিশ-বিএসএফ দ্বন্দ্বে ইতি। আটক করা বিএসএফ জওয়ানকে ছেড়ে দিয়েছে পুলিশ। বিএসএফের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল।" জানা যাচ্ছে, উদ্ধার হওয়া নিষিদ্ধ কফ সিরাপ রয়েছে পুলিশের হেফাজতেই।

Advertisement

ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। পুলিশ সূত্রে জানা যায়, এদিন করিমপুর থেকে কৃষ্ণনগরগামী একটি যাত্রীবোঝাই বাসে নিষিদ্ধ কফ সিরাপ নিয়ে যাওয়া হচ্ছিল। সেই খবর পেয়ে চাপড়া থানার পুলিশ তাদের ধাওয়া করে। সীমানগরে যেখানে বিএসএফের ক্যাম্প সেখানে গাড়িটিকে আটক করে পুলিশ বাস থেকে ফেনসিডিল নামায়। তখনই বিএসএফ কর্মীরা গিয়ে সেই ফেনসিডিল নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। বাধা দিতে গেলে পুলিশকে মারধর করা হয় বলে অভিযোগ। বিএসএফ কর্মীদের মারে বেশ কয়েকজন পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছেন। এই ঘটনায় একজন বিএসএফ কর্মীকে আটক করে চাপড়া থানার পুলিশ।

রাত পেরতেই বিএসএফ-পুলিশের দ্বন্দ্বে ইতি। বিএসএফের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "নিষিদ্ধ সিরাপ উদ্ধার নিয়ে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। দু’পক্ষেরই কয়েকজন সামান্য আঘাত পেয়েছেন। যৌথ উদ্যোগে বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছে।" সমস্যা সমাধানের কথা জানিয়েছে পুলিশও। কৃষ্ণনগর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সঞ্জয়মিত কুমার মাকওয়ানা জানিয়েছেন, আহত পুলিশকর্মীদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। জেলা পুলিশ এনডিপিএস ধারায় মামলা রুজু করে সিরাপগুলি বাজেয়াপ্ত করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিষিদ্ধ কফ সিরাপ নিয়ে পুলিশ-বিএসএফের অশান্তিতে মঙ্গলবার রাতে উত্তপ্ত হয়ে উঠেছিল ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চাপড়া।
  • আহত হয়েছিলেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। রাত পেরতেই পুলিশ-বিএসএফ দ্বন্দ্বে ইতি। বিএসএফের তরফে বিবৃতি দিয়ে জানানো হল, 'সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল।'
  • জানা যাচ্ছে, উদ্ধার হওয়া নিষিদ্ধ কফ সিরাপ রয়েছে পুলিশের হেফাজতেই।
Advertisement