shono
Advertisement
Kultali

ফের মৈপীঠে বাঘের আতঙ্ক! পায়ের ছাপ মিলল লোকালয়ে, ঘটনাস্থলে বনদপ্তর ও পুলিশ

মৈপীঠ-বৈকণ্ঠপুর পঞ্চায়েত এলাকায় বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে।
Published By: Subhankar PatraPosted: 10:54 AM Nov 27, 2025Updated: 01:12 PM Nov 27, 2025

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ফের মৈপীঠে বাঘের আতঙ্ক! বৃহস্পতিবার সকালে বাঘের পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। খবর যায় বনদপ্তরে। পৌঁছয় পুলিশও। শুরু হয় তল্লাশি। তবে আধিকারিকদের অনুমান, বাঘটি জঙ্গলে ফিরে গিয়েছে।

Advertisement

এদিন সকালে মৈপীঠ-বৈকণ্ঠপুর পঞ্চায়েতের কিশোরীমোহনপুর এলাকায় পায়ের ছাপ দেখেন কয়েকজন গ্রামবাসী। এই ঘটনা জানাজানি হতেই স্বাভাবিকভাবেই নতুন করে আতঙ্ক গ্রাস করে মৈপীঠবাসীদের মনে। নদীর ধারে বাঘের ছাপ দেখতে ভিড় করতে থাকেন গ্রামবাসীরা। খবর যায় থানা ও বনদপ্তরে। ছুটে আসেন আধিকারিকরা। গ্রামবাসীদের নদীর ধার থেকে সরিয়ে, শুরু হয় সার্চ অপারেশন। তল্লাশি পর বনদপ্তরের আধিকারিকদের অনুমান, রাতে নাগাদ বেরিয়ে এসেছিল বাঘটি। পরে সে জঙ্গলে ফিরে গিয়েছে।

প্রসঙ্গত, কুলতলি (Kultali), মৈপীঠ সংলগ্ন এলাকায় বাঘের আনাগোনা নতুন নয়। মাস কয়েক আগেও মাতলা ও মাকড়ি নদীর সংযোগস্থল পেরিয়ে বাঘকে দেউলবাড়ি গ্রামের ধান খেতে ঢুকতে দেখেছিলেন মৎস্যজীবীরা। গ্রামবাসীরাই রাত জেগে পাহারার ব্যবস্থা করেন। বনদপ্তরের দীর্ঘ চেষ্টার পর সেবার দক্ষিণরায় ফিরেছিল নিজের ডেরায়। তাছাড়াও, মাতলা ও মাকড়ি নদীর সংযোগস্থল পেরিয়ে বারবার বাঘ চলে আসে লোকালয়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের মৈপীঠে বাঘের আতঙ্ক! বৃহস্পতিবার সকালে বাঘের পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা।
  • আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। খবর যায় বনদপ্তরে। পৌঁছয় পুলিশও। শুরু হয় তল্লাশি।
  • তবে আধিকারিকদের অনুমান, বাঘটি জঙ্গলে ফিরে গিয়েছে।
Advertisement