shono
Advertisement
Royal Bengal Tiger

ধানখেতে একাধিক পায়ের ছাপ! বাঘের আতঙ্কে ঘুম ছুটেছে পাথরপ্রতিমায়

বাঘের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
Published By: Suhrid DasPosted: 09:35 PM Dec 01, 2025Updated: 09:35 PM Dec 01, 2025

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: এবার পাথরপ্রতিমায় বাঘের আতঙ্ক! এলাকার ধানখেতে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা!বনদপ্তরে খবর দিলে বনকর্মীরা ঘটনাস্থলে যান। বাঘের পায়ের ছাপ দেখা যাওয়ার পর থেকে স্থানীয়দের মধ্যে ভীতি ছড়িয়েছে বলে খবর। আজ, সোমবার পাথরপ্রতিমার কে-প্লটে বাঘের পায়ের ছাপ ঘিরে ছড়াল আতঙ্ক। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের অচিন্ত্যনগর গ্রাম পঞ্চায়েতের মনি নদী সংলগ্ন কে প্লটে ঠাকুরান জঙ্গল সংলগ্ন কে প্লটের ধানখেতের পাশে বাঘের পায়ের বেশ কয়েকটি ছাপ দেখতে পান স্থানীয় গ্রামবাসীরা।

Advertisement

এদিন সকালে জমিতে কাজ করতে গিয়ে ওই পায়ের ছাপ প্রথমে তাঁদের নজরে আসে। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক, চাঞ্চল্য দেখা যায়। বাঘের পায়ের ছাপ দেখতে স্থানীয়দের ভিড় জমতে থাকে ঘটনাস্থলে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পাথরপ্রতিমা থানায় ও কুয়েমুড়ি বনদপ্তরে। খবর পেয়ে কুয়েমুড়ি বনদপ্তরের নলগড়া বিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান। বনকর্মীরা ধানখেত ঘুরে দেখেন। বাঘের পায়ের ছাপের নমুনা সংগ্রহ করেন। প্রাথমিকভাবে তাঁদের অনুমান, এটি বাঘেরই পায়ের ছাপ। নিকটবর্তী ঠাকুরান জঙ্গল থেকে বের হয়ে মনি নদী পার হয়ে বাঘ কে- প্লট এলাকায় ঢুকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

এই ছাপ দেখা গিয়েছে ধানের জমিতে।

তবে বাঘটি এখনও এলাকায় রয়েছে কিনা, তা নিশ্চিত হতে পারছে না বনদপ্তরের কর্মীরা। বনদপ্তরের থেকে বাঘের খোঁজে তল্লাশি অভিযানও শুরু হয়েছে বলে খবর। পাশাপাশি স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে। রাতে অন্ধকারে স্থানীয়দের বাইরে বেরতেও নিষেধ করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার পাথরপ্রতিমায় বাঘের আতঙ্ক!
  • এলাকার ধানখেতে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা!
  • বনদপ্তরে খবর দিলে বনকর্মীরা ঘটনাস্থলে যান।
Advertisement