shono
Advertisement
TMC Councillor

সোদপুরে চুলোচুলি, চুলের মুঠি ধরে তরুণীকে কষিয়ে চড় তৃণমূল কাউন্সিলরের! পালটা হজম করলেন লাথিও

বিতর্ক তৈরি হতেই সাফাই দেওয়ার চেষ্টা করেছেন তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায়।
Published By: Paramita PaulPosted: 08:16 PM Jun 10, 2025Updated: 08:16 PM Jun 10, 2025

অর্ণব দাস, বারাকপুর: প্রকাশ্য রাস্তায় কাউন্সিলর-তরুণীর হাতাহাতি, চুলোচুলি! পানিহাটির পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডট ইন। যদিও, এনিয়ে বিতর্ক তৈরি হতেই সাফাই দেওয়ার চেষ্টা করেছেন তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায়।

Advertisement

জানা গিয়েছে, ঘটনাটি সোমবারের। পানিহাটি মহোৎসবতলা ঘাট থেকে বাইকে যাচ্ছিলেন কাউন্সিলর শ্রাবন্তী রায়। তখন একটি স্কুটি এসে তার বাইকে ধাক্কা মারলে বিবাদের সূত্রপাত হয়। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, মহিলা কাউন্সিলর বাইক থেকে নেমে তরুণীর দিকে এগিয়ে যাচ্ছেন। প্রথমে আঙুল উঁচিয়ে শাসানি, তারপর হঠাৎই তরুণীর গালে সপাটে চড় কষান। পালটা তরুণীও কাউন্সিলরকে শিক্ষা দিতে কখনও লাথি, আবার কখনও চুলের মুঠি ধরে মারেন সকলের সামনে। চুলোচুলি, হাতাহাতি করতে করতে একসময় দুজনেই রাস্তার উপর গড়াগড়ি খান। দুই মহিলার ঝামেলা ঠেকাতে রীতিমতো হিমশিম খেতে হয় উপস্থিত জনতাকে। শেষে খড়দহ থানার ট্রাফিক পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি আয়ত্তে আসে।

জনপ্রতিনিধির ভাইরাল ভিডিওতে এহেন আচরণে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে নেটদুনিয়ায়। কাউন্সিলরের আচরণ আরও সংযত হওয়া উচিত ছিল বলেই দাবি উঠতে শুরু করেছে। কটাক্ষ করতে শুরু করেছে বিরোধী শিবির। যদিও এনিয়ে কাউন্সিলর শ্রাবন্তী রায়ের মন্তব্য, "ওই তরুণী বেপরোয়াভাবে স্কুটি চালাচ্ছিলেন। তাঁকে সতর্ক করতে চেয়েছিলাম। জনপ্রতিনিধি হিসেবে এটা আমার দায়িত্ব। কিন্তু, ওই তরুণী উলটে আমাকেই গালাগালি শুরু করে। বাইকের চাবি কেড়ে নেয়। প্রতিবাদ করলে তরুণী আমার উপর চড়াও হয়।" কাউন্সিলরের আরও দাবি, "স্কুটি চালক তরুণী মদ্যপ ছিলেন। তরুণী গালিগালাজ, মারধর করায় পালটা তাঁকে শিক্ষা দিতে চড় মারতে হয়েছে। একশ্রেণির সংবাদমাধ্যম আমার চড় মারাটাই বড় করে দেখাচ্ছে। কিন্তু, ভিডিওতে স্পষ্ট দেখতে পাবেন ওই তরুণীর কাণ্ড-কারখানা। মেয়েটি অল্প বয়সী। ও'র কিছু হোক, সেটা চাই না। সেই কারণে থানায় কোনও অভিযোগ করিনি।" তবে, ঘটনাটি খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পানিহাটি পুর কর্তৃপক্ষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রকাশ্য রাস্তায় কাউন্সিলর-তরুণীর হাতাহাতি, চুলোচুলি!
  • পানিহাটির পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।
  • যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডট ইন।
Advertisement