shono
Advertisement

দু’হাজার অনুগামী নিয়ে তৃণমূলে যোগ সিপিএমের দুই পঞ্চায়েত সদস্যের

সিপিএম নেতাদের দলবদলে চাপা অসন্তোষ শাসকদলের অন্দরে৷ The post দু’হাজার অনুগামী নিয়ে তৃণমূলে যোগ সিপিএমের দুই পঞ্চায়েত সদস্যের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:35 PM Dec 08, 2018Updated: 09:38 PM Dec 08, 2018

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: ব্রিগেডের প্রস্তুতি সভায় অন্তত দু’হাজার কর্মী-সমর্থক নিয়ে তৃণমূলে যোগ দিলেন সিপিএমের দুই পঞ্চায়েত সদস্য৷শনিবার বাগদার হেলেঞ্চা হাইস্কুল ময়দানে এক  জনসভায় আনুষ্ঠানিক ভাবে সিপিএম নেতা-কর্মীদের হাতে দলের পতাকা তুলে দেন উত্তর ২৪ পরগনা জেলায় তৃণমূলের পর্যবেক্ষক নির্মল ঘোষ৷ 

Advertisement

[মেঝেয় খেলছে সন্তানরা, সিলিংয়ে ঝুলে আত্মঘাতী দম্পতি]

গত পঞ্চায়েত ভোটের দিন সিপিএম-তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয় বাগদার আমডোব এলাকায়। ১২ জন তৃণমূল কর্মী জখম হয়ে হাসপাতালে ভর্তি হন। ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন সিপিএম কর্মী গণেশ ঘোষ। শনিবার তিনিও যোগ দিলেন শাসকদলে৷  বাগদা ব্লক তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শংকর আঢ্য বলেন, ‘‘সিপিএমের দুই পঞ্চায়েত সদস্য-সহ গণেশ ঘোষ বিগত পঞ্চায়েত ভোটে সংঘর্ষের জন্য ক্ষমা চেয়ে তৃণমূলের কংগ্রেসে যোগদান করার আবেদন করেছিলেন৷ জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে তাঁদের দলে নেওয়া হল৷’’

[গঙ্গাজল ও গোবর জল দিয়ে বিজেপির সভাস্থল ‘পবিত্র’ করলেন তৃণমূলকর্মীরা]

আগামী লোকসভা নির্বাচনে দেশ গড়ার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ১৯ জানুয়ারি ব্রিগেডে জনসভাও আয়োজন করা হয়েছে৷ গোটা রাজ্যজুড়ে চলছে ব্রিগেড সভার প্রস্তুতি৷ ব্রিগেডের প্রস্তুতি উপলক্ষে শনিবার স্থানীয় হেলেঞ্চা হাইস্কুল ময়দানে সভা করল বাগদা ব্লক তৃণমূল কংগ্রেস। 

The post দু’হাজার অনুগামী নিয়ে তৃণমূলে যোগ সিপিএমের দুই পঞ্চায়েত সদস্যের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement