সুমন করাতি, হুগলি: দুর্গন্ধে অতিষ্ট এলাকার মানুষ। খুঁজতে গিয়ে উদ্ধার মৃত ব্যক্তির পচাগলা দেহ। ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপাড়ায় (Uttarpara)। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে মৃত্যুর কারন।
জানা গিয়েছে, উত্তরপাড়ায় বাড়ির ভিতরে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। অর্ধনগ্ন অবস্থায় রক্তাক্ত পচা গলা মৃতদেহ উদ্ধারেরর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার ব্যাপক দুর্গন্ধ ছড়ায় এলাকায়। এরপরেই এলাকায় এই বিষয়টি জানাজানি হয়। ঘটনার খবর পেয়েই আসে উত্তরপাড়া থানার পুলিশ।
ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া (Uttarpara) অমরনাথ ব্যাঙ্ক কলোনি এলাকায়। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম মনোরঞ্জন বসাক। তাঁর বয়স প্রায় ৪৬ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে বাড়ির উপরের তলায় মনোরঞ্জন থাকতেন সেখানেই নিচের তলায় মনোরঞ্জনের মা, বিবাহিত বোন এবং তাঁর পরিবার থাকতো। পরিবারের দাবি, মৃত মনোরঞ্জন খুবই নেশাগ্রস্থ হয়ে পড়েন। কিছুদিন আগেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তাঁর। এরপরেই তাঁর স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান। এরপরেই তাঁর নেশার পরিমাণ আরও বেড়ে যায় বলেই জানা গিয়েছে।
যদিও স্থানীয় মানুষের প্রশ্ন, একই বাড়ির একতলায় রয়েছেন ম্রিতের মা এবং বোন। এরপরেই কীভাবে উপরের তলায় থাকা মৃতদেহের পচা গন্ধ কিকরে পেলেন না তাঁরা? তাঁদের আরও প্রশ্ন কেন ছেলের কোনও খোজ করলেন না তাঁরা। বাড়ির উপরের তলায় একজনের মৃত্যু হয়েছে অথছ একতলার লোক কেন তা জানতে পারলেন না।
খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছায় পুলসিহ। ঘটনাস্থলে পৌঁছে মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এটি অস্বাভাবিক মৃত্যু নাকি খুন সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
