দেব গোস্বামী, বোলপুর: শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের তরফে বিশ্বভারতীতে অনুষ্ঠানের আয়োজন। তা ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল বিশ্বভারতী চত্বর। বিজেপি নেতা তথা শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান অনির্বান গঙ্গোপাধ্য়ায়কে ঘিরে বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠনের সদস্যরা। নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। বিক্ষুদ্ধদের স্পষ্ট কথা, "রবীন্দ্রনাথের বিশ্বভারতীতে বিজেপিকে রাজনীতি করতে দেবেন না তাঁরা।"
দীর্ঘ প্রতীক্ষার পর সাতটি ভাষা সম্প্রতি ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে। এই ভাষার স্বীকৃতি উদযাপনে শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের তরফে বিশ্বভারতীতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে অনুষ্ঠানে যোগ দিতে যান বিজেপি নেতা তথা শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান অনির্বান গঙ্গোপাধ্য়ায়। তিনি পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। তাঁকে ঘিরে চলে বিক্ষোভ। নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করলে ছাত্রদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। সব মিলিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যায় পুলিশ।
কী বলছেন পড়ুয়ারা? তাঁদের কথায়, "আমরা চেয়েছিলাম ভাষার স্বীকৃতি উদযাপন বিশ্বভারতীর তরফেই অনুষ্ঠানের আয়োজন করা হবে। কিন্তু তা না করে শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের তরফে বিশ্বভারতীতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা চাই না রবীন্দ্রনাথের বিশ্বভারতীতে বিজেপি বা আরএসএসের কোনও যোগ তৈরি হোক। তাই আমরা প্রতিবাদ জানিয়েছি।"