নিরুফা খাতুন: বঙ্গে ফিরছে দাবদাহ। তাপমাত্রা আরও বাড়বে। সপ্তাহান্তে তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও গরম ও অস্বস্তি। দাবদাহের মাঝেই বর্ষা নিয়ে সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। নির্ধারিত সময়ের আগেই ভারতের মূল ভূখণ্ড ঢুকবে বর্ষা।
ভারতের মূল ভূখণ্ড অর্থাৎ কেরলে মৌসুমী বায়ু ঢোকে নির্ধারিত সময় ১ জুনে। মৌসম ভবন বলছে, এবার তার একদিন আগে অর্থাৎ ৩১ মে ঢুকবে বর্ষা। আগাম বর্ষা আন্দামানেও। ভারতের মূল ভূখণ্ড কেরলেও বর্ষা ঢুকবে একদিন আগে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নির্ধারিত সময়ের তিনদিন আগে ১৯ মে রবিবার দক্ষিণ আন্দামান সাগর, নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা ঢুকে পড়বে। আগামী সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। আজ অর্থাৎ বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গ এবং পশ্চিমের দু-এক জেলায়।
[আরও পড়ুন: সিপিএমই চায়নি ছোট দল সংসদে যাক! জোট ‘ঘেঁটে’ বিস্ফোরক নওশাদ]
চলতি সপ্তাহেই পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরবে। শনি ও রবিবার দক্ষিণবঙ্গের চার জেলা-পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পূর্বাভাস। শুষ্ক আবহাওয়া ও গরম ক্রমশ বাড়বে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায়। রবিবার থেকে ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হবে। বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও বাড়বে গরমের দাপট। তবে দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলাতে বৃষ্টি চলবে। বৃহস্পতি ও শুক্রবার এবং শনিবারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শুধু উপরের পাঁচ জেলা নয়, নিচের তিন জেলা মালদগ এবং দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
[আরও পড়ুন: সন্দেশখালির স্কুলে ‘গোপন’ বৈঠক বিজেপির, ছিলেন অসমের নেতারাও! নতুন ‘ষড়যন্ত্র’?]
কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা সামান্য। শুক্র-শনিবার বৃষ্টি নেই। শুষ্ক ও গরম আবহাওয়া সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। রবিবার ফের আবহাওয়ার পরিবর্তন। সোমবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা।