নিরুফা খাতুন: ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ কাঁটা নেই। উত্তুরে হাওয়া প্রবেশ করেছে বঙ্গে। আর প্রথম স্পেলেই রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নামল হু হু করে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পুরুলিয়ায় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াল, বীরভূমে ১৩ ডিগ্রি। এদিকে কলকাতাতেও মঙ্গলবার তাপমাত্রা পারদ ১৮ ছুঁয়েছে। সোমবার চেয়েও তা সামান্য কম। শীত আগমনের প্রাক্কালে সপ্তাহভর এমনই মনোরম পরিবেশ থাকবে বঙ্গে। বলছেন আবহবিদরা। তবে শীতপ্রেমী বঙ্গবাসীর নাছোড় প্রশ্ন, শীতকাল কবে আসবে...?
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তুরে হাওয়ার জোরে প্রথম স্পেলেই পুরুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে পারদ। কলকাতাতেও ১৮ ডিগ্রিতে তাপমাত্রা। উত্তুরে হাওয়াতে মনোরম পরিবেশ রাজ্যজুড়ে। পারা পতন বেশ কিছুটা হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে। সঙ্গী গরম জামাকাপড়। শীতের আমেজ দক্ষিণবঙ্গের সব জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস, এরকমই তাপমাত্রা থাকবে আগামী পাঁচ দিন। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি। এছাড়া হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে বাকি জেলাতেও। সামগ্রিকভাবে শুষ্ক আবহাওয়া। এখন কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে, উত্তরবঙ্গে দার্জিলিং এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় কুয়াশার দাপট থাকলেও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। সকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, বেলা বাড়লে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা।
কলকাতায় মঙ্গলবার আরও নেমেছে তাপমাত্রা। এদিন সকালে শহরের পারদ ছুঁয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন এই তাপমাত্রায় খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা কম। চার-পাঁচদিন ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে কলকাতার পারদ। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৭ থেকে ৮৮ শতাংশ।