shono
Advertisement
West Bengal SIR News

এসআইআর সংক্রান্ত কাজে বেরিয়ে 'আক্রান্ত' বিজেপির বিএলএ! 'নিজেদের ঝামেলা' বলল তৃণমূল

ঘটনাটি ঘটেছে বারাকপুর ১৫ নম্বর ওয়ার্ডে।
Published By: Kousik SinhaPosted: 03:21 PM Nov 05, 2025Updated: 04:04 PM Nov 05, 2025

অর্ণব দাস, বারাকপুর: এসআইআর সংক্রান্ত কাজে বেরিয়ে আক্রান্ত বিজেপির বিএলএ ২ (BJP BLA Attacked)। আক্রান্ত বিশ্বজিৎ কর। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। বুধবার ঘটনাটি ঘটেছে বারাকপুর ১৫ নম্বর ওয়ার্ডে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। শুধু তাই নয়, শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। ঘটনায় কড়া ভাষায় শাসকদল তৃণমূলকে আক্রমণ শানান বিজেপি নেতা তথা বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। যদিও এই ঘটনার সঙ্গে এসআইআর সংক্রান্ত কোনও যোগ নেই বলে পালটা দাবি করেছেন বারাকপুর পুরসভার পৌরপ্রধান উত্তম দাস।

Advertisement

প্রায় ১০দিন আগেই রাজ্যে এসআইআর (West Bengal SIR) প্রক্রিয়া শুরু হয়েছে। ট্রেনিং শেষে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করতে শুরু করেছেন বিএলওরা। কমিশন নিযুক্ত আধিকারিকদের সঙ্গেই বিএলএ হিসাবে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিকদলের প্রতিনিধিরাও। ভোটার তালিকা খতিয়ে দেখছেন। সেই অনুযায়ী এদিন সকালে কাজে বের হলে বারাকপুর পুরসভার ১৫ নং ওয়ার্ডের ১০৮ নং বুথের বিএলএ ২ বিশ্বজিৎ করকে মারধর করা হয় বলে অভিযোগ। বিশ্বজিৎ করের অভিযোগ, ''বিএলএ ১ এর সঙ্গে বের হয়েছিলাম। যখন ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছিলাম সেই সময়েও বারবার হুমকি দেওয়া হয়।'' শুধু তাই নয়, পরে মারধর করা হয় বলেও অভিযোগ বিশ্বজিৎবাবুর। ঘটনার সঙ্গে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যুক্ত বলে দাবি তাঁর।

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। ঘটনায় কড়া ভাষায় শাসকলকে আক্রমণ শানিয়েছেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। কার্যত হুঁশিয়ারির সুরেই তিনি বলেন, ''ফাঁকা কলসি বেশি আওয়াজ দিচ্ছে। আমরা জল ভরে দিলেই আর বেশী আওয়াজ করতে পারবে না তৃণমূল।'' যদিও ঘটনায় বারাকপুর পুরসভার পৌরপ্রধান উত্তম দাস বলেন, ''এটা এসআইআরের কোন ব্যাপার নেই। নিজেদের কোন এলাকার ঝামেলা নিয়ে শুধুমাত্র কথা কাটাকাটি হয়েছে।'' তবে কিছু ঘটে থাকলে অবশ্যই পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন এই তৃণমূল নেতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এসআইআর সংক্রান্ত কাজে বেরিয়ে আক্রান্ত বিজেপির বিএলএ ২। আক্রান্ত বিশ্বজিৎ কর।
  • বুধবার ঘটনাটি ঘটেছে বারাকপুর ১৫ নম্বর ওয়ার্ডে।
Advertisement