shono
Advertisement
canning

পরকীয়ার টানে স্বামীকে মারার চেষ্টা! বাধা দিলে শ্বশুরকে 'খুন', ক্যানিংয়ে আটক গৃহবধূ

ঘটনার তদন্তে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 12:37 PM Jul 19, 2025Updated: 12:41 PM Jul 19, 2025

দেবব্রত মণ্ডল, ক্যানিং: স্ত্রীর পরকীয়ার জেরে সংসারে অশান্তি। ধারালো অস্ত্র নিয়ে স্বামীকে খুনের চেষ্টা! বাঁচাতে গিয়ে অস্ত্রের আঘাতে মৃত্যু শ্বশুরের। খুনের অভিযোগে আটক পুত্রবধূ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদি পঞ্চায়েতের রাজাপুর গ্রামে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

Advertisement

মৃতের নাম স্বপন সর্দার। বয়স ৫৪। ষোলো বছর আগে তাঁর ছেলে প্রদীপ ভালোবেসে বিয়ে করেন চম্পাহাটির প্রতাপনগরের মৌসুমিকে। অভিযোগ, বিয়ের আগে থেকেই অন্য সম্পর্কে লিপ্ত ছিলেন মৌসুমি। বিয়ের পরও তাতে ছেদ না পড়ায়, অশান্তি লেগেই ছিল। এতবছর ধরে চলা অশান্তি শুক্রবার রাতে চরম আকার নেয়।

অভিযোগ, বচসা চলাকালীন মৌসুমি তাঁর স্বামীকে খুনের জন্য কাঁচি হাতে চড়াও হন। তাঁকে আটকাতে ছুঁটে যান স্বপন। অভিযোগ সেই সময় তাঁর বুকে কাঁচি ঢুকিয়ে দেন মৌসুমি। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন প্রৌঢ়। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা স্বপনবাবুকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ক্যানিং থানার পুলিশ। অভিযুক্ত পুত্রবধূ মৌসুমি সর্দার ও তার স্বামী প্রদীপকে আটক করেছে পুলিশ। ঠিক কী হয়েছিল? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে অভিযুক্ত বধূর কড়া শাস্তি চেয়ে সরব হয়েছে স্বপনবাবুর পরিবার ও স্থানীয়রা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্ত্রীর পরকীয়ার জেরে সংসারে অশান্তি। ধারালো অস্ত্র নিয়ে স্বামীকে খুনের চেষ্টা!
  • বাঁচাতে গিয়ে অস্ত্রের আঘাতে মৃত্যু শ্বশুরের। খুনের অভিযোগে আটক পুত্রবধূ।
  • শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদি পঞ্চায়েতের রাজাপুর গ্রামে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
Advertisement