shono
Advertisement

রাস্তায় চাপ চাপ রক্ত, পুকুরে উঁকি দিতেই মিলল নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত দেহ

নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করেছে পুলিশ। The post রাস্তায় চাপ চাপ রক্ত, পুকুরে উঁকি দিতেই মিলল নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত দেহ appeared first on Sangbad Pratidin.
Posted: 01:06 PM Mar 06, 2020Updated: 01:09 PM Mar 06, 2020

দিব্যেন্দু মজুমদার, হুগলি: বাড়ির কিছুটা দূরে পুকুর থেকে উদ্ধার হল নিখোঁজ যুবকের দেহ। চুঁচুড়ার তিন নম্বর গেটের এই ঘটনায় নিহত ওই যুবকের এক বন্ধুকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুন করা হয়েছে ওই যুবককে। তবে কী কারণে তাকে খুন করা হল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, চুঁচুড়ার তিন নম্বর গেটের বাসিন্দা সুমিত সরকার পেশায় রং মিস্ত্রি। দিনকয়েক আগে ব্যক্তিগত কাজে বাইরে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধেয় বাড়ি ফেরেন সুমিত। খাওয়াদাওয়া করে বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরোন। তবে রাত বাড়লেও সুমিত বাড়ি না ফেরায় ভাবনাচিন্তা শুরু করেন তাঁর পরিজনেরা। শুরু হয় খোঁজাখুঁজি। ঢালাই রাস্তা দিয়ে যাওয়ার সময় চাপ চাপ রক্তের দাগ দেখতে পান স্থানীয়রা। সেই দাগ দেখা যায় পুকুরে গিয়ে মিশছে। পুকুরে খোঁজাঁখুঁজির পর উদ্ধার হয় সুমিতের দেহ। খবর পেয়েই চুঁচুড়া থানার পুলিশ তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশের অনুমান, খুন করা হয়েছে তাঁকে।

[আরও পড়ুন: উচ্চমাধ্যামিকেও করোনা আতঙ্ক, আক্রান্তদের খাতা আলাদা প‌্যাকেটে রাখার নির্দেশ সরকারের]

এই ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করেছে পুলিশ। এছাড়াও পুকুরের আশপাশ থেকে ওই যুবকের ব্যবহৃত একটি মোবাইল এবং চটি উদ্ধার করা হয়েছে। তবে কেনই বা সুমিতকে খুন করা হল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

The post রাস্তায় চাপ চাপ রক্ত, পুকুরে উঁকি দিতেই মিলল নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত দেহ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement