প্রেমিকার নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ব্ল্যাকমেল, শ্রীঘরে অভিযুক্ত

09:36 AM Feb 09, 2023 |
Advertisement

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বন্ধুর মাধ্যমে আলাপ। তারপর থেকে কথাবার্তা প্রায় লেগেই থাকত। কখন যে একে অপরের কাছের মানুষ হয়ে গিয়েছিলেন, তা বোঝাই যায়নি। বন্ধু থেকে প্রেমিক হয়ে ওঠেন যুবক। তরুণীর দাবি, বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। এরপর যুবককে ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু ছবি পাঠান তিনি। তবে বিয়ে তো দূর, বর্তমানে ওই ছবি সে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় বলেই অভিযোগ। বনগাঁর তরুণীর অভিযোগের ভিত্তিতে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে।

Advertisement

গাইঘাটার বাসিন্দা ওই তরুণী জানান, বছরদুয়েক আগে সৌরভের সঙ্গে আলাপ। সে তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সে বিয়ে করতে অস্বীকার করে৷ প্রেমিকের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন তরুণী৷ অভিযোগ, সৌরভ তাঁকে জানিয়েছিল বিয়ে না করলেও কথামতো যেখানে ডাকবে সেখানে যেতে হবে। না হলে ঘনিষ্ঠ মূহূর্তের ছবি ছড়িয়ে দেবে সোশ্যাল মিডিয়ায়৷

[আরও পড়ুন: কেন্দ্রের সাহায্য ছাড়াই চার বছরে কৃষকবন্ধুতে সাড়ে ১২ হাজার কোটি, নজির রাজ্য সরকারের]

তবে সেই শর্তে সায় দেননি তরুণী। এরপর সৌরভ তরুণীর ছবি ব্যবহার করে একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে বলেও অভিযোগ। এমনকী বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও পোস্ট করা হয়। গত বছরের ডিসেম্বরে বিষয়টি নজরে আসে তরুণীর। বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশের দ্বারস্থ হন তিনি। অভিযোগ দায়ের হওয়ার পর যুবক পালিয়ে যায়৷

Advertising
Advertising

দিনকয়েক আগে সে আবার তরুণীর সঙ্গে যোগাযোগ করে৷ বলে সে বনগাঁয় দেখা করবে৷ গোটা ঘটনার কথা পুলিশকে জানান তরুণী৷ পুলিশের পরিকল্পনামাফিক সৌরভের সঙ্গে দেখা করতে যান তরুণী। সেখানেই হাতেনাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে৷ বুধবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় তাকে। বিচারক ধৃতকে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন৷

[আরও পড়ুন: শাহরুখ খানের জন্য বকা খেলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়! এজলাসে বসেই আক্ষেপ, ব্যাপারটা কী?]

Advertisement
Next