shono
Advertisement

সেন্সরের কোপে ইতিহাস নির্ভর ছবি ‘কালীক্ষেত্র’, ৫টি দৃশ্য বাদের নির্দেশ

ইতিহাসে যা লেখা তা ছবিতে কেন থাকবে না? The post সেন্সরের কোপে ইতিহাস নির্ভর ছবি ‘কালীক্ষেত্র’, ৫টি দৃশ্য বাদের নির্দেশ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:09 PM Jan 10, 2018Updated: 02:39 PM Jan 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমর্ত্য সেনের তথ্যচিত্র নিয়ে বিতর্ক এখনও বাঙালির স্মৃতিতে টাটকা৷ ‘পদ্মাবত‘ নিয়েও শোরগোল অব্যাহত৷ কিছুদিন আগে ‘ধনঞ্জয়’ ছবি মুক্তি নিয়েও জটিলতা দেখা দিয়েছিল৷ তার মধ্যেই শিরোনামে ‘কালীক্ষেত্র’৷ জাতীয় পুরস্কারজয়ী পরিচালকের ইতিহাস নির্ভর এ ছবি থেকে পাঁচটি দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ সেন্সরের৷ যা নিয়ে যারপরনাই ক্ষুব্ধ পরিচালক৷

Advertisement

[ রাজস্থানের পর এবার হিমাচল প্রদেশেও নিষিদ্ধ ‘পদ্মাবত’ ]

ইতিহাসের উপর ভিত্তি করেই এ ছবি বানিয়েছেন পরিচালক৷ ইতিমধ্যে তা দূরদর্শনে সম্প্রচারিতও হয়েছে৷ তবে সাধারণ দর্শক যাতে তা দেখতে পান তাই হলে মুক্তির জন্যই সেন্সরের দ্বারস্থ হয়েছিলেন তিনি৷ কিন্তু সেখানেই বিপত্তি৷ ছবির প্রায় পাঁচটি দৃশ্য বাদ দিতে বলা হয়েছে৷ তার মধ্যে যেমন আছে বরাহনগর হত্যাকাণ্ড, তেমনই আছে গান্ধী-বিড়লা সাক্ষাতের ঘটনা৷ কিন্তু ইতিহাসে যা লেখা আছে, তা ছবিতে উঠে এলে আপত্তি কোথায়? আপাতত তার উত্তর নেই৷ এদিকে সেন্সরের নির্দেশ না মানলে ছবিমুক্তিরও সম্ভাবনা নেই৷

এবার ইতিহাস থেকে ভাওয়াল সন্ন্যাসী কাণ্ড পর্দায় আনছেন সৃজিত ]

পহেলাজ জমানা থেকে শুরু করে প্রসূন যোশী- গোটা দেশে সেন্সর বিতর্ক অব্যাহত৷ পহেলাজের সময়ে সেন্সরের কাঁচিতে গৈরিকিকরণের অভিযোগ উঠেছিল৷ বহু বিতর্কের পর সেন্সর প্রধান হন প্রসূন জোশী৷ কিন্তু তাঁর আমলেই সব থেকে বড় বিতর্ক বোধহয় বাধল৷ কর্ণি সেনার হুমকিতে ‘পদ্মাবতী’র মুক্তি চলে গিয়েছিল বিশ বাঁও জলে৷ নাম পালটেও ভয়ের কাঁটা থেকে মুক্ত হতে পারছে না৷ একাধিক রাজ্যে তা ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা হয়েছে৷ আঞ্চলিক ক্ষেত্রেও সেই একই অবস্থা৷ কখনও সেন্সরের আপত্তি৷ কখনও আবার কট্টরপন্থী সংগঠনের হুমকি৷ এর আগে মুক্তির আগে খানিকটা জলঘোলা হয়েছিল অরিন্দম শীলের ‘ধনঞ্জয়’ নিয়ে৷ তারপর ‘রংবেরংয়ের কড়ি’ ছবির শব্দ নিয়েও আপত্তি তোলে কট্টরবাদী সংগঠন৷ বিক্ষোভ দেখানো হয়৷ যদিও চাপের মুখে নতিস্বীকার করতে নারাজ হন পরিচালক রঞ্জন ঘোষ৷ তারও আগে অমর্ত্য সেনের তথ্যচিত্র থেকেও বেশ কিছু শব্দ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিল সেন্সর৷ তা নিয়েও বিতর্ক চলছে৷ সব মিলিয়ে সিনে স্বাধীনতা গত কয়েক বছরে যেন অনেকটাই মুখ থুবড়ে পড়ছে৷

‘পদ্মাবত’-এর সঙ্গে ‘প্যাডম্যান’-এর লড়াই, টুইটারে রসিকতা অমিতাভের ]

যদিও সেন্সরের এ নির্দেশের কোনও যৌক্তিকতাই খুঁজে পাচ্ছেন না পরিচালক অনির্বাণ দত্ত৷ যা ইতিহাস, সেন্সর কেন তা মুছে দিতে বলছে? এই প্রশ্ন তুলেই আদালতে আবেদনের ভাবনা তাঁর৷

The post সেন্সরের কোপে ইতিহাস নির্ভর ছবি ‘কালীক্ষেত্র’, ৫টি দৃশ্য বাদের নির্দেশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার