সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সিনেমা মানেই বলিউড নয়। এই সারমর্ম বোধহয় হলিউডও বুঝতে শুরু করেছে। তাইতো ‘স্পাইডার ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’-এর মতো সিনেমা বাংলাতেও মুক্তি পাচ্ছে। আর প্রকাশ্যে এসেছে তার বাংলা ট্রেলার।
মার্ভেলের কমিক্স সিরিজের চরিত্র হলেও এ স্পাইডারম্যান টম হল্যান্ড নন। বরং এটি পুরোপুরি একটি কম্পিউটার অ্যানিমেটেড সিনেমা। যেখানে তরুণ স্পাইডার ম্যান কৃষ্ণাঙ্গ। এর তার চরিত্র কণ্ঠ দিয়েছেন শামিক মুর। নতুন এই সিনেমায় এমন এক জায়গা দেখানো হয়েছে যেখানে সকলেই স্পাইডার ম্যান অথবা উওম্যান। রয়েছে পিটার পার্কারও।
[আরও পড়ুন: শাহরুখের পর সলমন, ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর নতুন গানে ‘লুঙ্গি ডান্স’ ভাইজানের ]
পিটার পার্কারের ভূমিকায় কণ্ঠ দিয়েছেন মার্কিন অভিনেতা জেক জনসন। গোয়েন স্টেসির ভূমিকায় শোনা যাবে হেইলি স্টেনফিল্ডের কণ্ঠ। বাংলা, ইংরাজির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি ভাষাতেও মুক্তি পাবে ‘স্পাইডার ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’ (Spider Man: Across the Spider Verse)।
সারা বিশ্বে স্পাইডার ম্যানের জনপ্রিয়তা রয়েছে। ভারতের বিভিন্ন প্রান্তের দর্শকরাও মার্ভেলের এই সুপারহিরোকে পছন্দ করেন। সেই কথা মাথায় রেখেই বিভিন্ন প্রান্তের ভাষাকে প্রাধান্য দেওয়া হয়েছে। যাতে নিজের ভাষায় প্রত্যেকে ছবিটি উপভোগ করতে পারেন। ২ জুন সিনেমা হলে মুক্তি পাবে ‘স্পাইডার ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’।