shono
Advertisement

ইতিহাসের সামনে দাঁড়িয়ে সতর্ক সুনীলরা

তাকজিম তাদের বেশ কয়েকজন ফুটবলারকে পাচ্ছে না৷ তবু বেঙ্গালুরু অধিনায়ক সুনীল ছেত্রী কোনওভাবেই প্রতিপক্ষকে দুর্বল ভাবছেন না৷
Posted: 05:34 PM Oct 19, 2016Updated: 12:04 PM Oct 19, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে বেঙ্গালুরু এফসি৷

Advertisement

এএফসি কাপ-এ এখনও পর্যন্ত কোনও ভারতীয় ক্লাব ফাইনালে উঠতে পারেনি৷ এর আগে ইস্টবেঙ্গল এবং ডেম্পো সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল৷ বেঙ্গালুরুও সেই মাইলস্টোন স্পর্শ করে ফেলেছে৷ এবার নতুন ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে তারা৷ বুধবার ঘরের মাঠে সেমিফাইনালে দ্বিতীয় লেগে খেলতে নামছে মালয়েশিয়ার জোহর দারুল তাকজিমের বিরু‌দ্ধে৷ প্রথম লেগের ম্যাচে বেঙ্গালুরু ১-১ গোলে ড্র করেছিল৷ অ্যাওয়ে ম্যাচে গোল করার সুবাদে তাদের এক গোলের অ্যাডভান্টেজ রয়েছে৷ নিজেদের মাঠে জিততে পারলেই ফাইনালের রাস্তা খুলে যাবে৷ তার উপর তাকজিম তাদের বেশ কয়েকজন ফুটবলারকে পাচ্ছে না৷ তবু বেঙ্গালুরু অধিনায়ক সুনীল ছেত্রী কোনওভাবেই প্রতিপক্ষকে দুর্বল ভাবছেন না৷

তিনি জানিয়েছেন, “আমরা সতর্ক হয়েই মাঠে নামছি৷ কারণ, শেষবার ওদের কাছে আমরা ১-২ গোলে হেরেছিলাম৷ সেবার কিন্তু ওদের সেরা দল খেলেনি৷ সেকথা মাথায় রেখেই বলছি, জেডিটি-র ফুটবলারদের ক্ষমতা আছে যে কোনও পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর৷ সতীর্থদের বলেছি, বিন্দুমাত্র হাল্কা মনোভাব দেখানো যাবে না৷ সেরাটা উজাড় করে দিতে হবে৷” তাই বলে সুনীল নিজেদের পিছিয়ে রাখছেন, তাও নয়৷ বেঙ্গালুরু অধিনায়ক বলছিলেন, “ওরা শক্তিশালী দল৷ তবে আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই খেলতে নামছি৷” বিপক্ষের দুই সেরা স্ট্রাইকার দলে নেই৷ এতে কী তাঁদের সুবিধা হবে? সুনীল বলেন, “মনে হয় না৷ কারণ, আন্তর্জাতিক ফুটবলে চোট-আঘাত থাকবেই৷ সেকথা মাথায় রেখেই দল তৈরি করতে হয়৷ ওরাও নিশ্চয়ই বিষয়টি মাথায় রেখে খেলতে নামবে৷ তা ছাড়া ওরা গতবারের চ্যাম্পিয়ন৷ জানে, কীভাবে এই ধরনের পরিস্থিতি সামলাতে হয়৷”

বেঙ্গালুরুর কোচ অ্যালবার্ট রোকা ফুটবলারদের পরামর্শ দিয়েছেন তাড়াহুড়ো না করতে৷ জেতার জন্য ঝাঁপাতে গিয়ে অযথা সমস্যায় পড়ার দরকার নেই৷ রোকা জানালেন, “আমাদের কাছে জেতাটাই আসল৷ এক বা দু’গোল৷ জিতলেই হল৷ তার উপর হাতে তো একটা গোল আছেই৷ তবে কোনও সন্দেহ নেই, ওরা এই ম্যাচে ফেভারিট৷ যদিও আমরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত৷” জোহর তাদের তিন সেরা ফুটবলারকে নিয়ে আসতে পারেনি৷ পরিবর্তিত স্ট্রাইকার হিসাবে তারা নিয়ে এসেছে প্রাক্তন মালয়েশিয়ান স্ট্রাইকার সাফি সালিকে৷ জানা গিয়েছে, প্রথম লেগে চোটের জন্য খেলতে না পারা এস কুনানলাল প্র্যাকটিসে ফিরেছেন৷ তিনি সম্ভবত বুধবারের ম্যাচে প্রথম থেকেই খেলবেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement