shono
Advertisement

হিন্দু-মুসলিম বিয়েতে আপত্তি, দম্পতিকে ঘর দিতে নারাজ হোটেল কর্তৃপক্ষ

এই কি ঐতিহ্য? The post হিন্দু-মুসলিম বিয়েতে আপত্তি, দম্পতিকে ঘর দিতে নারাজ হোটেল কর্তৃপক্ষ appeared first on Sangbad Pratidin.
Posted: 12:19 PM Jul 05, 2017Updated: 07:14 AM Jul 05, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী মুসলমান। স্ত্রী হিন্দু। শুনেই খাতা বন্ধ রিসেপশনের। সাম্প্রদায়িক সম্প্রীতির ভারতবর্ষেই এরকম বেনজির বিভেদের শিকার হলেন কেরলের এক দম্পতি। তাদের ঘর ভাড়া দিতে নারাজ হল বেঙ্গালুরুর এক হোটেল।

Advertisement

রাজ্যপাল ক্যাডারসুলভ আচরণ করছেন, অভিযোগ পার্থর ]

জানা যাচ্ছে, ওই যুবকের নাম শফিক সুবেইদা হাকিম। মহিলার নাম দিব্যা। কেরলের বাসিন্দা এই দম্পতি বিশেষ প্রয়োজনে গিয়েছিলেন বেঙ্গালুরুতে। সেখানেই হোটেলের ঘর নেওয়ার জন্য যান তাঁরা। কিন্তু মুখের উপর তাঁদের না বলে দেওয়া হয়। সাফাই এই যে, হিন্দু ও মুসলমান একসঙ্গে থাকতে পারে না। তাই তাঁদের ঘর দেওয়া যাবে না। রিসেপশনিস্টের এ কথা জানার পরই হোটেল পলিসি দেখতে চান ওই মহিলা। কিন্তু তাঁকে কোনও পলিসি না দেখিয়েই এই নিয়মে অনড় থাকেন ওই দম্পতি। কোনওভাবেই তাঁদের ঘর দিতে রাজি হয়নি কর্তৃপক্ষ।

আরএসএসের শাখা হয়ে উঠেছে রাজভবন, বিস্ফোরক অভিযোগ ডেরেকের ]

এ ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যেখানে সব ধর্মের সহাবস্থানই ঐতিহ্য, সেখানে কেন এই দাবি তুলল ওই হোটেল কর্তৃপক্ষ। এক সংবাদমাধ্যমে অভিযোগ জানিয়ে ওই যুবক বলেন, হোটেল কর্তৃপক্ষের কথাবার্তায় অনেকটাই মনে হয়েছে এ বিদ্বেষ মুসলিমদের প্রতি। কেননা কোনও মুসলিম যুবকের সঙ্গে কোনও হিন্দু মহিলা একই ঘরে থাকুন, এটা হোটেল কর্তৃপক্ষ অনুমোদন করে না। ওই যুবকের অভিযোগে, সাম্প্রতিক সময়ে গোটা দেশ জুড়ে যেভাবে মুসলিম বিদ্বেষ বেড়েছে, এ ঘটনা তারই নমুনা। কেরলের মানবাধিকার কমিশনের কাছে এই ব্যাপারে অভিযোগ দায়ের করারই সিদ্ধান্ত নিয়েছে ওই দম্পতি।

The post হিন্দু-মুসলিম বিয়েতে আপত্তি, দম্পতিকে ঘর দিতে নারাজ হোটেল কর্তৃপক্ষ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement