shono
Advertisement

‘বেটি বাঁচাও, বেটি পড়াও’পোস্টারে বিচ্ছিন্নতাবাদী নেত্রীর ছবি, উপত্যকায় বিতর্ক 

ইচ্ছাকৃতভাবেই কি মুফতি সরকার কাজটি করেছে? উঠছে প্রশ্ন। The post ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ পোস্টারে বিচ্ছিন্নতাবাদী নেত্রীর ছবি, উপত্যকায় বিতর্ক  appeared first on Sangbad Pratidin.
Posted: 01:01 PM Oct 12, 2017Updated: 07:31 AM Oct 12, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’-এর পোস্টারে দেখা গেল  বিচ্ছিন্নতাবাদী নেত্রী আসিয়া আনদ্রাবির ছবি। ঘটনাটি জম্মু ও কাশ্মীরের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্পের প্রচারে পাকিস্তানপন্থী ওই নেত্রীর ছবি নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক।

Advertisement

[ভুল করে মহিলাদের শৌচাগারে রাহুল গান্ধী, নেটিজেনদের বিদ্রুপ]

সম্প্রতি কাশ্মীরের ককেরনাগ এলাকায় কেন্দ্রের এই প্রকল্পের প্রচারে বেশ কয়েকটি পোস্টার টাঙানো হয়। আশ্চর্যজনকভাবে  দেখা যায়, পোস্টারটিতে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও অন্যান্যদের সঙ্গে রয়েছে আনদ্রাবির ছবিও। তারপরই সরকারি বিজ্ঞাপনে বিচ্ছিন্নতাবাদী নেত্রীর ছবি নিয়ে দানা বাঁধে বিতর্ক। এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে মুফতি সরকার। নারীশিক্ষা ও মহিলাদের ক্ষমতায়নের প্রচারের ওই পোস্টারে রয়েছে মাদার টেরেসা, লতা মঙ্গেশকর, কিরণ বেদি-সহ অনেকেরই ছবি। তাঁদের সঙ্গে ‘দেশদ্রোহে’ অভিযুক্ত আসিয়া আনদ্রাবির ছবির নেপথ্যে রাজ্য সরকারের একাংশের হাত দেখছেন অনেকে। অভিযোগ, বিচ্ছিন্নতাবাদীদের তোষামোদ করতেই এই কাজ করেছে মুফতির সরকার।

‘দুখতারান-ই-মিলাত’ বা ‘দেশের কন্যা’ নামের সংগঠনের প্রধান আনদ্রাবি প্রকাশ্যে ভারত বিরোধী আন্দোলনে যুক্ত। কাশ্মীর উপত্যকায় পাথর নিক্ষেপকারীদের উসকানির নেপথ্যেও রয়েছে তার হাত। বর্তমানে দেশবিরোধী কার্যকলাপের জন্য জেলে রয়েছে ওই  নেত্রী। উপত্যকায় সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার অভিযোগ ও রয়েছে তার বিরদ্ধে। চলতি বছর পাকিস্তানের স্বাধীনতা দিবসে কাশ্মীরে ওই দেশের পতাকা উত্তোলন করে আনদ্রাবি। ইতিমধ্যে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। দলের মুখপাত্র সুনীল শেঠ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি করেছেন।

এনডিএ-র শরিক দল হলেও সম্প্রতি কেন্দ্রের উপর ক্ষুব্ধ পিডিপি। মোদি সরকারের কাশ্মীর নীতি নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এই ঘটনায় খানিকটা বেজায় অস্বস্তিতে কাশ্মীর সরকার। উপত্যকায় বিচ্ছিন্নতাবাদীদের উপর এনআইএ-র সাঁড়াশি চাপের প্রভাব পড়ছে মুফতি সরকারের উপরও। ওয়াকিবহাল মহল মনে করছে বিজেপির সঙ্গে জোট বাঁধায় জনগণের একটা বড় অংশ পিডিপির উপর ক্ষুব্ধ৷ সেই ক্ষোভ সামাল দিতে ইচ্ছাকৃতভাবে প্রশাসন এই কাজ করেছে বলে কেউ কেউ মনে করছেন।

[চাপে পড়ে ভোলবদল, ভারতকে শান্তির বার্তা পাক সেনাপ্রধানের]

The post ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ পোস্টারে বিচ্ছিন্নতাবাদী নেত্রীর ছবি, উপত্যকায় বিতর্ক  appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement