সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুদিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন শেষ। সপ্তম বাণিজ্য সম্মেলনে (BGBS) ৪০টিরও বেশি দেশের শিল্পপতিরা বঙ্গে ব্যাপক বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। সব মিলিয়ে অঙ্কটা ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ হাজার কোটি টাকা। সেই ব্যাপক বিনিয়োগের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল শিক্ষা ও স্বাস্থ্যখাতের বিনিয়োগ।
বাণিজ্য সম্মেলনে বাংলার প্রাপ্তি:
মোট মউ ১৮৮
ডিভিসির সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্যের ১০০০ মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট
কৃষি ও পশুপালনে ১,৩১৪ কোটি টাকার লগ্নি
৫ লক্ষ চাষির উপার্জন বাড়াতে আইটিসির বিশেষ প্রকল্প
স্কুল শিক্ষায় ১,৬৭৬ কোটি, উচ্চশিক্ষায় লগ্নির প্রস্তাব ৩৬০ কোটি টাকার
৩৮টি নতুন আইটিআই
স্বাস্থ্যক্ষেত্রে মোট বিনিয়োগ ৭৯৩৩ কোটি
হোটেল ব্যবসায় লগ্নি ৫ হাজার কোটি
[আরও পড়ুন: পাঞ্জাবের গুরুদ্বারে গুলিবৃষ্টি, ‘নিহঙ্গ’ শিখদের তাণ্ডবে নিহত পুলিশকর্মী]
বার্জার পেইন্টসের রিষড়া ও পানাগড়ে কারখানা এবং নিউটাউনে অফিস
প্রসূন মুখোপাধ্যায়ের সংস্থা ডেটা সেন্টারে ২০০০ কোটি টাকা লগ্নি করবে
টেক্সম্যাকো-সোলাসিয়ার যৌথ উদ্যোগে ওয়াগন কারখানায় ৫০০ কোটির লগ্নি
পানাগড় শিল্পতালুকে সিঙ্গাপুরের সংস্থার সার কারখানায় ১০০০ কোটির লগ্নি
ডানকুনিতে স্পিনিং মিল, গুড়াপ ও আসানসোলে বস্ত্র কারখানা, পরিধান গারমেন্ট পার্ক ওয়েলফেয়ারের নতুন হোসিয়ারি পার্ক
[আরও পড়ুন: সুড়ঙ্গ বিপর্যয়: লোহার জালে ড্রিল আটকালেও চূড়ান্ত পর্যায়ে উদ্ধার অভিযান, শ্রমিকদের মুক্তির অপেক্ষায় দেশ]
সব প্রস্তাব বাস্তবায়িত হলে রাজের প্রায় সব প্রান্তই কোনও না কোনও শিল্পের সঙ্গে যুক্ত হয়ে যাবে। সেই সঙ্গে ব্যাপক কর্মসংস্থানেরও সম্ভাবনা তৈরি হবে।