shono
Advertisement

Breaking News

বাণিজ্য সম্মেলনে ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটির বিনিয়োগ প্রস্তাব, জানালেন মুখ্যমন্ত্রী

এজেন্সি দিয়ে শিল্পপতিদের গলা টিপে দেওয়া হচ্ছে, কেন্দ্রের প্রতি ক্ষোভ মমতার।
Posted: 05:36 PM Nov 22, 2023Updated: 09:02 PM Nov 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের অভাবনীয় সাফল্য দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজিবিএসে সব মিলিয়ে ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে, দু’দিনের সম্মেলন শেষে জানালেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানালেন, এবারের বাণিজ্য সম্মেলনে দেশবিদেশের শিল্পপতিদের সঙ্গে মোট ১৮৮টি মউ স্বাক্ষর হয়েছে। যা বিপুল কর্মসংস্থানের দিশা দেখাবে।

Advertisement

বাণিজ্য সম্মেলনের (BGBS 2023) সমাপ্তি ভাষণে মুখ্যমন্ত্রী আরও এবার বিশ্বজুড়ে শিল্পপতিদের মনে করিয়ে দিলেন, আগামী দিনে শিল্প এবং বিনিয়োগের গন্তব্য বাংলাই। এবারের বাণিজ্য সম্মেলনে ৪০টিরও বেশি দেশের শিল্পপতিরা অংশ নিয়েছেন। তাঁদের মমতা বুঝিয়ে দিলেন, বাংলাই লগ্নির সেরা ঠিকানা। এখানকার প্রশাসনের স্থায়িত্ব, ল্যান্ড ব্যাঙ্ক, জমি নীতি, যোগাযোগ ব্যবস্থা সব কিছু শিল্পের জন্য আদর্শ। মুখ্যমন্ত্রীর আহ্বান, “বাংলা সবচেয়ে নিরাপদ জায়গা। আপনাদের স্বাগত জানাতে আমরা তৈরি। দেশে ফিরে বন্ধুদের বলুন, বাংলায় বিনিয়োগ করতে।” বিদেশের শিল্পোদ্যগীদের আগামী বিজিবিএসের জন্য নেমন্তন্নও করেছেন মমতা।

[আরও পড়ুন: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে রণক্ষেত্র মারাকানা, পুলিশের লাঠি, প্রতিবাদে মাঠ ছাড়লেন মেসি]

এসবের মাঝেও অবশ্য কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে বিঁধতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন,”এখানে কেন্দ্রে একটা সরকার, আর রাজ্যে আরেকটা সরকার। কেন্দ্রের সরকার, রাজ্যের উপর করের বোঝা চাপিয়ে দিচ্ছে। অতিরিক্ত কর চাপিয়ে চাপ সৃষ্টি করছে।” কেন্দ্র শিল্পপতিদের উপরও চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এজেন্সি পাঠিয়ে শিল্পপতিদের গলা টিপে দেওয়া হচ্ছে।

[আরও পড়ুন: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে রণক্ষেত্র মারাকানা, পুলিশের লাঠি, প্রতিবাদে মাঠ ছাড়লেন মেসি]

বস্তুত, দু’দিনের শিল্প সম্মেলনের সুরটা প্রথম দিন বেঁধে দিয়েছিলেন মুকেশ আম্বানি। একাই ২০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দিয়েছিলেন তিনি। আম্বানির পথ ধরে বহু দেশি-বিদেশি শিল্পপতি গত দু দিনে বিনিয়োগ প্রস্তাব দিয়েছেন। এমনকী বিনিয়গের ইচ্ছাপত্রও জমা দিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement