shono
Advertisement

নোট বাতিলের বিরুদ্ধে ২৮ নভেম্বর ভারত বনধের ডাক বিরোধীদের

গান্ধীমূর্তির সামনে ১৩ দলের ২০০ সাংসদের ধরনা, প্রতিবাদ সংসদেও৷ The post নোট বাতিলের বিরুদ্ধে ২৮ নভেম্বর ভারত বনধের ডাক বিরোধীদের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:44 PM Nov 23, 2016Updated: 03:14 PM Nov 23, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এককথায় ঐতিহাসিক৷ নোট বাতিল হওয়ার বিরুদ্ধে এককাট্টা বিরোধীরা৷ ৫০০ ও ১০০০ টাকার নোট চালু রাখার দাবিতে একজোট হয়ে বিরোধীরা আগামী ২৮ নভেম্বর ‘ভারত বনধ’-এর ডাক দিলেন৷ কেন্দ্রের বিরুদ্ধে ১৩টি দলের ২০০ জনেরও বেশি সাংসদ একযোগে বনধের ডাক দিয়েছেন৷

Advertisement

বুধবার শীত ও কুয়াশার চাদরে মোড়া রাজধানী এক বিরল দৃশ্যের সাক্ষী থাকল৷ কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে তৃণমূলের ডেরেক ’ও ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা৷ একইসঙ্গে জেডিইউ-র শরদ যাদব, সপা-র কিরণময় নন্দ৷ কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সরব সবাই৷ অকুস্থল সংসদ ভবনের গান্ধীমূর্তির পাদদেশ৷ সংসদের বাইরে বিক্ষোভ-প্রতিবাদের ফটোকপি সংসদের ভিতরেও৷ প্রায় ১৩ দলের ২০০ সাংসদের মিলিত বিক্ষোভ-প্রতিবাদে দফায় দফায় মুলতুবি হল রাজ্যসভা ও লোকসভা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি সত্ত্বেও বিরোধীদের প্রতিবাদের জেরে প্রথম দফায় বেলা বারোটা পর্যন্ত লোকসভা মুলতুবি করে দিতে বাধ্য হলেন স্পিকার সুমিত্রা মহাজন৷ ওয়েলে নেমে প্ল্যাকার্ড হাতে সরকার বিরোধী স্লোগানে গলা মেলালেন সব বিরোধী দলের সাংসদরা৷ এদিন গান্ধীমূর্তির সামনে প্রায় দু’শোজন বিরোধী দলের সাংসদ বিক্ষোভ-প্রতিবাদ দেখান৷ হাতে হাত ধরে মানববন্ধন তৈরি করেন৷ এদিন যেভাবে সবাই একসঙ্গে মিলিত হলেন তা সাম্প্রতিক অতীতে বিরল৷

(যন্তরমন্তরে মমতার ধরনা, কলকাতায় মিছিল তৃণমূলের)

পূর্ব নির্ধারণ মতো সংসদ ভবনের বাইরে গান্ধীমূর্তির সামনে জড়ো হয়েছিল বিরোধী সাংসদরা৷ কংগ্রেসের রাহুল গান্ধী, গুলাম নবি আজাদ, মল্লিকার্জুন খার্গে থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের ডেরেক ’ও ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুখেন্দুশেখর রায়, সিপিএম, সমাজবাদী পার্টি, জেডিইউ, এআইএডিএমকে-সহ বিভিন্ন বিরোধী দলের সাংসদরা বিক্ষোভে উপস্থিত ছিলেন৷ মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে রাহুল বলেন, “এটা সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত৷ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে বিদেশে যেতে পারেন প্রধানমন্ত্রী৷ কিন্তু দু’শোজন সাংসদের দাবি সত্ত্বেও কেন সংসদে বক্তব্য রাখছেন না৷ নোট বাতিলের বিষয়টি মোদি এবং তাঁর নিজস্ব উদ্যোগপতিরা সবাই জানতেন৷ অর্থমন্ত্রী বলছেন, তিনি জানতেন না৷ এটা কি সম্ভব?” কংগ্রেস সহ-সভাপতির দাবি, এর ফলে দেশের অর্থনীতি ভয়ংকরভাবে ধাক্কা খেয়েছে৷ বিজেপিতে আগেই ফাঁস হয়েছিল নোট বদলের সিদ্ধান্ত৷ যৌথ সংসদীয় কমিটিকে নিয়ে তদন্ত হোক৷ এটা দুর্নীতির শামিল৷ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি শুরু করেছিলেন আজ তা ব্যাপক আকার নিয়েছে৷ এটা দুরন্ত সাফল্য৷” সুদীপবাবুর দাবি, রাহুল বলেছিলেন রাষ্ট্রপতি ভবনে যেতে৷ কিন্তু জ্যোতিরাদিত্য জানান সময় নির্ধারণ করা হয়নি৷ তাই যাওয়া হল না৷

বিরোধী সাংসদদের মুখে ছিল কেন্দ্রীয় সরকার বিরোধী স্লোগান৷ এরপর সংসদ শুরু হলে রাজ্যসভা এবং লোকসভা উভয় কক্ষে তুমুল বিক্ষোভ-প্রতিবাদ জানান বিরোধীরা৷ রাজ্যসভায় তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় সংবিধানের ২৫৮ ধারা উল্লেখ করে বলেন, “সংসদ চলছে কিন্তু প্রধানমন্ত্রী সব ঘোষণা করছেন সংসদের বাইরে৷ এটা হতে পারে না৷” মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে মোদি সরকার৷ অবিলম্বে সাধারণ মানুষকে এর থেকে রক্ষা করতে হবে৷ এরপরই কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু বলেন, “সংসদে তুমুল হট্টগোল হচ্ছে৷ এই পরিস্থিতিতে আলোচনা সম্ভব নয়৷ নোট বাতিলের সিদ্ধান্তে গরিব মানুষ উপকৃত হয়েছে৷ তাঁরা মোদিকে মসিহা বলছেন৷” এরপরও বিরোধীদের তুমুল প্রতিবাদে দফায় দফায় মুলতুবি হয় সংসদের দুই কক্ষ৷

(নোট বাতিলের সিদ্ধান্ত ‘কেলেঙ্কারি’, তদন্তের দাবি রাহুলের)

The post নোট বাতিলের বিরুদ্ধে ২৮ নভেম্বর ভারত বনধের ডাক বিরোধীদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement