shono
Advertisement

Breaking News

চিঠির সঙ্গে রাসায়নিক গুঁড়ো পাঠিয়ে প্রাণনাশের হুমকি প্রজ্ঞা ঠাকুরকে, পুলিশের দ্বারস্থ সাংসদ

মোদি-শাহ-সহ একাধিক নেতাকে টার্গেট করছে সন্ত্রাসবাদীরা, দাবি সাংসদের। The post চিঠির সঙ্গে রাসায়নিক গুঁড়ো পাঠিয়ে প্রাণনাশের হুমকি প্রজ্ঞা ঠাকুরকে, পুলিশের দ্বারস্থ সাংসদ appeared first on Sangbad Pratidin.
Posted: 10:54 AM Jan 14, 2020Updated: 02:01 PM Jan 14, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাণনাশের হুমকি চিঠি পেলেন ভোপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর। শুধু চিঠিই নয়, সেই সঙ্গে ক্ষতিকর রাসায়নিক গুঁড়োও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিজেপি নেত্রী। ইতিমধ্যেই এ নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

Advertisement

প্রজ্ঞা ঠাকুর বলেন, “আমার বাড়িতে একটি রহস্যজনক এনভেলপ এসে পৌঁছায়। আমার সহায়ক সেটি খোলে। সেখানে হুমকি চিঠির সঙ্গে ছিল পাওডারের মতো গুঁড়ো পদার্থ। সেটি হাতে নিতেই হাত চুলকাতে থাকে। সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই।” খবর পেয়েই সাংসদের বাড়িতে পৌঁছায় পুলিশের একটি দল। ফরেনসিক দল চিঠিটি পরীক্ষা করে। কী লেখা ছিল চিঠিতে? প্রজ্ঞা জানাচ্ছেন, চিঠিটি উর্দু ভাষায় লেখা ছিল। অন্য ভাষার ছোঁয়াও খানিকটা ছিল। চিঠির মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং তাঁর ছবির উপর পেন দিয়ে কাটা চিহ্ন দেওয়া ছিল। সাংসদের কথায়, “এর আগেও আমি এরকম হুমকি চিঠি পেয়েছি। তখনও পুলিশকে জানিয়েছিলাম। যদিও সে সময় কোনও পদক্ষেপ করা হয়নি। এসব দেশের শত্রুদের ষড়যন্ত্র। যাঁরা দেশের হিতে কাজ করতে চায়, তাঁদেরই টার্গেট করতে চাইছে এসব সন্ত্রাসবাদীরা।”

[আরও পড়ুন: জেএনইউ ডেটা সংরক্ষণ মামলায় ফেসবুক, গুগল ও হোয়াটসঅ‌্যাপকে নোটিস]

এমন চিঠি পাওয়ার পর থেকে বেশ চিন্তিত বিজেপি সাংসদ। চিঠিতে লেখা রয়েছে, কীভাবে কোন অস্ত্র ব্যবহার করে তাঁদের হত্যা করা হবে। প্রজ্ঞা বলছেন, দেশের জন্য যে সব নেতা-মন্ত্রীরা কাজ করতে চাইছেন তাঁদের এক এক করে শেষ করে দেওয়ারই ছক কষা হচ্ছে। বড় নেতাদের কাছে পৌঁছনোর আগে শত্রুরা তাঁকেই টার্গেট করার চেষ্টা করছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। কে বা কারা এমন চিঠি পাঠিয়ে থাকতে পারে, তার সূত্র খুঁজে বের করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, দিন কয়েক আগে টেলিফোনে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন পূর্ব দিল্লির বিজেপি সাংসদ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। তাঁকে ও তাঁর গোটা পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। তিনিও গোটা ঘটনা পুলিশকে জানিয়ে অতিরিক্ত নিরাপত্তা চেয়েছিলেন। এবার চিঠি-সহ রাসায়নিক গুঁড়ো পাঠিয়ে হুমকি দেওয়া হল প্রজ্ঞা ঠাকুরকে। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন বিজেপি শিবির।

[আরও পড়ুন: ‘আজ কে শিবাজি নরেন্দ্র মোদি’, বিজেপি নেতার লেখা বই নিয়ে তুমুল বিতর্ক মহারাষ্ট্রে]

The post চিঠির সঙ্গে রাসায়নিক গুঁড়ো পাঠিয়ে প্রাণনাশের হুমকি প্রজ্ঞা ঠাকুরকে, পুলিশের দ্বারস্থ সাংসদ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement