ভারত – ৩৫৩, ১৫৭/৩
ওয়েস্ট ইন্ডিজ – ২২৫
চতুর্থ দিনের খেলা শেষ
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় মনে হচ্ছিল, ম্যাচটা ম্যাড়ম্যাড়ে একটা পরিসমাপ্তির দিকে এগোচ্ছে৷ ৩৫৩ রানে গুটিয়ে গিয়েছিল ভারতের প্রথম ইনিংস৷ তার উপর তৃতীয় দিন বৃষ্টির জন্য একটা বলও মাঠে পড়েনি৷ কিন্তু চতুর্থ দিন খেলা জমিয়ে দিলেন ভুবনেশ্বর কুমার৷ ভুবি এমন একটা স্পেল করলেন, যেটা ম্যাচে ‘জান’ ফিরিয়ে নিয়ে আসার পক্ষে যথেষ্ট৷ আগের দুটো টেস্টে দলে সুযোগ পাননি৷ উমেশের বদলে দলে এসে যা বোলিং করলেন, তাতে ফের জয়ের ছক কষতে শুরু করে দিলেন বিরাটরা৷
২৩.৪-১০-৩৩-৫৷ সেন্ট লুসিয়াতে যা বোলিং করলেন, এককথায় দুরন্ত৷ ভুবির সুইংয়ের সামনে পড়ে স্যামুয়েলস, ব্ল্যাকউড, ডাউরিচদের তখন রীতিমতো অসহায় অবস্থা৷ ওয়েস্ট ইন্ডিজের শেষ সাত উইকেট পড়ল মাত্র ২৩ রানে৷ ১ উইকেটে ১০৭ রান থেকে ২২৫ রানে অলআউট হয়ে গেলেন জেসন হোল্ডাররা৷
জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে তিন উইকেটে ১৫৭ রান তুলল ভারত৷ বিরাটরা আপাতত ২৮৫ রানে লিড করছেন৷ খেলা শেষের পর থেকে আলোচনা শুরু হয়েছে, হাতে আর একটাই দিন৷ তাহলে কী তৃতীয় টেস্টও অমীমাংসিতভাবে শেষ হতে চলেছে৷ নাকি বিরাটরা দ্রুত তিনশো রানের লিড করে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠাবেন? সেক্ষেত্রে ক্যারিবিয়ানদের দশটি উইকেট ফেলার জন্য খুব বেশি সময় পাবেন না ভুবিরা৷
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শুরুতেই প্যাভিলিয়নে ফিরে গেলেন ক্যাপ্টেন কোহলি (৪)৷ ক্রিজে রয়েছেন রাহানে (৫১) ও রোহিত শর্মা (৪১)৷ এমনিতেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতেই পছন্দ করেন ভারতীয় অধিনায়ক৷ বারবার বলেওছেন, তিনি রেজাল্ট চান৷ ফলে শনিবার লাঞ্চের পর ডিক্লেয়ার করে সেন্ট লুসিয়াতেই ২-০ করার একটা মরিয়া প্রয়াস যে চালাবেন, সেটা আন্দাজ করাই যায়৷
The post ভুবির ৫ উইকেটে জয়ের আশা দেখছেন বিরাটরা appeared first on Sangbad Pratidin.