সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাতঃভ্রমণে বেরিয়ে খুন হতে হল বিহারের (Bihar) এক অবসরপ্রাপ্ত শিক্ষককে। আততায়ীর গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। প্রয়াতের নাম জহর চৌধুরী। তিনি সেরাজ্যের ফতেহার বাসিন্দা। ২০২১ সালের ফেব্রুয়ারিতে খুন হন তাঁর ছেলে। সেই হত্যাকাণ্ডের সাক্ষী ছিলেন ওই বৃদ্ধ। এবার তাঁকেও খুন (Murder) করল তিন মুখোশধারী। বাইকে চেপে এসে তারা গুলি চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, খবর পেয়েই দ্রুত এলাকায় পৌঁছয় পুলিশ। তদন্ত শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে তদন্তকারীদের ধারণা, এই খুনের পিছনে রয়েছে কোনও জমি সংক্রান্ত বিবাদ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: উত্তাল সময়ে গুরুদায়িত্বে, কীভাবে সামলাবেন? মুখ খুললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য]
উল্লেখ্য, সম্প্রতি বারবার বিহারে খুনের ঘটনা ঘটতে দেখা গিয়েছে। কয়েকদিন আগেই এক সাংবাদিককে তাঁর রানিগঞ্জে বাড়িতে ঢুকে গুলি করে মারে আততায়ীরা। আরেকটি আলাদা ঘটনায় একসঙ্গে ৩ জনকে গুলি করে অভিযুক্তরা। তাঁদের মধ্যে একজনের পরে মৃত্যু হয়।