সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেবারে ফিল্মি কায়দায় একটি গাড়িকে তাড়া করে এল দু’টি বাইক। ওভারটেক করে গাড়ি থামিয়ে দিল বাইক আরোহীরা। চটপট গাড়ির দরজা খুলে বন্দুক তাক করে টাকার ব্যাগ হাতিয়ে চম্পট দিল তারা। দিল্লির (Delhi) বিখ্যাত প্রগতি ময়দান টানেলের এই ঘটনায় স্তম্ভিত প্রশাসন। ডাকাতির গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভিতে। তবে এখনও কাউকে ধরতে পারেনি দিল্লি পুলিশ। গোটা ঘটনায় দিল্লির আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে উপরাজ্যপালের পদত্যাগ দাবি করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।
রোমহর্ষক ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। দিল্লি থেকে নয়ডার সংযোগকারী প্রগতি ময়দান টানেলে (Pragati Maidaan) ঢুকেছিল একটি গাড়ি। জানা গিয়েছে, এক ডেলিভারি এজেন্ট ও তাঁর সহকারী ওই গাড়িতে ছিলেন। ব্যাগ ভরতি ২ লক্ষ টাকা গুরুগ্রামে পৌঁছে দেওয়ার কথা ছিল তাঁদের। সেই কারণেই দিল্লি থেকে রওনা দিয়েছিলেন। টানেলে ঢোকার খানিকক্ষণের মধ্যেই ডাকাতির ঘটনা।
[আরও পড়ুন: সিনেমায় মন নেই! মদের ব্যবসা শুরু করলেন সঞ্জয় দত্ত]
টানেলে থাকা সিসিটিভি ফুটেজ থেকে দেখা গিয়েছে, বেশ কিছুক্ষণ ধরেই গাড়িটিকে নজরে রেখেছিল চার বাইক আরোহী। দু’টি বাইকে চেপে গাড়ির পিছু নেয় তারা। টানেলের মধ্যে খানিকটা যাওয়ার পরেই গতি বাড়িয়ে গাড়িটিকে ওভারটেক করে বাইকগুলি। সঙ্গে সঙ্গেই বাইক থেকে নেমে গাড়ির আরোহীরদের দিকে বন্দুক তাক করে এক ব্যক্তি। সেই সময়েই গাড়ির ভিতর থেকে টাকার ব্যাগ হাতিয়ে পালিয়ে যায় চার বাইক আরোহী। দুর্ধর্ষ ডাকাতির ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
ইতিমধ্যেই ডাকাতির অভিযোগ দায়ের করেছে দিল্লি পুলিশ। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, ইচ্ছাকৃতভাবে এই ডাকাতি ঘটিয়ে থাকতে পারে কেউ। তবে প্রগতি টানেল-সহ গোটা দিল্লির নিরাপত্তা নিয়ে কেন্দ্রকে বিঁধেছেন কেজরিওয়াল। তিনি বলেন, “উপরাজ্যপালের পদত্যাগ করা উচিত। কেন্দ্র সরকার যদি দিল্লিকে নিরাপত্তা দিতে না পারে, তাহলে আমাদের দায়িত্ব দিন। কীভাবে নাগরিকদের সুরক্ষিত রাখতে হয় সেটা আমরা শিখিয়ে দেব।”