রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বয়সের গেরোয় সিপিএমের মূল রাজ্য কমিটি থেকে আগেই সরে গিয়েছেন দলের প্রবীণ নেতা বিমান বসু (Biman Bose)। পার্টির রাজ্য কমিটিতে এখন আমন্ত্রিত সদস্য হিসেবে তিনি রয়েছেন। সেই বয়সের অঙ্কে এবার কি বামফ্রন্ট চেয়ারম্যানের পদ থেকেও অব্যাহতি নিতে পারেন বিমান বসু! নতুন করে ফের এমনই জল্পনা শুরু হয়েছে বাম শিবিরে।
সূত্রের খবর, বিমানবাবু যদি বয়সজনিত কারণে শেষমেশ অব্যাহতি নেন, তাহলে সেই জায়গায় ফ্রন্ট চেয়ারম্যান করা হতে পারে সিপিএমের আরেক প্রবীণ নেতা তথা বামফ্রন্ট সরকারের আমলে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্রকে। তবে ফ্রন্ট চেয়ারম্যান পদে নতুন কেউ আসার বিষয়টি লোকসভা ভোট মিটলেই হতে পারে বলে মনে করছেন বামফ্রন্টেরই শরিক দলের এক নেতা। শরিকদলের ওই নেতার দাবি, “সামনে লোকসভা ভোট রয়েছে। এখন এসব কিছু হওয়ার সম্ভাবনা কম। লোকসভা ভোট মিটলে হতে পারে।”
[আরও পড়ুন: ২২ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার করা হলেও শেষরক্ষা হল না, মৃত্যু ৪ বছরের শিশুকন্যার]
গত বছর সিপিএমের রাজ্য সম্মেলন থেকে বয়সের গাণিতিক অঙ্কে রাজ্য কমিটি থেকে সরে যেতে হয়েছিল বিমান বসুকে। সেই সময়ই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয় বামফ্রন্টের চেয়ারম্যান পদে থেকেও কি সরে যাবেন প্রবীণ এই নেতা। তখন ফ্রন্টের শরিকদলগুলি বিমানবাবুকেই চেয়ারম্যান রেখে দেওয়ার পক্ষে সওয়াল করেন। ফলে সিপিএমের রাজ্য কমিটিও বামফ্রন্ট চেয়ারম্যান হিসেবে বিমান বসুর নামেই সিলমোহর দিয়েছিল। পাশাপাশি তাঁকে রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য করে নেওয়া হয়। গত বছর সেই জল্পনার অবসান ঘটলেও ফ্রন্ট চেয়ারম্যানের পদে বদল নিয়ে নতুন করে আবার চর্চা শুরু হয়েছে বাম শিবিরে।
রাজনৈতিক মহলের মতে, বামফ্রন্টের শরিকদলগুলি বিমান বসুকেই অভিভাবক হিসেবে মনে করে। তাঁর মতো প্রবীণ, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতাকে সকলেই পছন্দ ও শ্রদ্ধা করেন। শরিকদলগুলির সঙ্গে বিমানবাবুর সম্পর্ক খুবই ভাল। রাজ্য সিপিএম তো বটেই বামফ্রন্টের শরিকদলের নেতারাও জানেন ফ্রন্ট চেয়ারম্যান পদে বিমানবাবুর বিকল্প কেউ হতে পারে না। কাজেই তিনি না চাইলে কেউই তাঁকে ফ্রন্ট চেয়ারম্যানের পদ থেকে ছাড়তে নারাজ। শুধু তাই নয়, অন্যান্য বামদলগুলির সঙ্গেও বিমানবাবুর সমীকরণ অন্য মাত্রায়। বিভিন্ন ক্ষেত্রে মতবিরোধ হলেও তা সামলে সমস্ত বাম দলগুলিকে সঙ্গে নিয়ে যেভাবে চলছেন বিমান বসু তা অন্য কারও পক্ষে সম্ভব হবে কী না সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। তাছাড়া, আলিমুদ্দিন সূত্রে খবর, সিপিএমও চাইবে না বামফ্রন্টের চেয়ারম্যান পদে অন্য কোনও শরিকদলের কেউ আসুক। তাই বয়সজনিত কারণে বিমানবাবু একান্তই যদি এই পদ ছাড়তে চান তাহলে সূর্যকান্ত মিশ্রর নাম ভেবে রেখেছে রাজ্য সিপিএম।