সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বার্ড ফ্লু-এর জেরে দিল্লি চিড়িয়াখানায় মৃত্যু হল তিন পরিযায়ী পাখির৷ পাখিদের দেহ পরীক্ষা করে মিলেছে H5N1 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস৷ এর পরই সতর্ক হয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ৷ তিন দিন দিল্লি চিড়িয়াখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, ১৪ অক্টোবর এই পরিযায়ী পাখিদের শরীরে H5N1 ভাইরাস পাওয়া গিয়েছিল৷ এখনও সাতটি পাখির রিপোর্ট আসা বাকি রয়েছে৷ তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ভয় পাওয়ার কোনও কারণ নেই৷ উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ অন্যান্য জীবজন্তুদের ফ্লু-এর প্রতিষেধক দেওয়ার তৎপরতা শুরু হয়ে গিয়েছে৷ সেই কারণেই আপাতত তিন দিন চিড়িয়াখানা বন্ধ রাখার কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ৷
সুরক্ষার কথা মাথায় রেখে চিড়িয়াখানার কর্মীদেরও প্রতিষেধক দেওয়া হবে৷ গত শুক্রবার থেকে চিড়িয়াখানায় দশটি পাখির মৃত্যু হয়েছে৷ এর মধ্যে তিনটি পাখির বার্ড ফ্লু-র কারণেই মৃত্যু হয়৷ নজর রাখা হচ্ছে, ভিনদেশ থেকে আসা পরিযায়ী পাখিদের উপরেও৷
The post বার্ড ফ্লু-র আতঙ্কে বন্ধ হল দিল্লি চিড়িয়াখানা appeared first on Sangbad Pratidin.