সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্য ৪০০। যেনতেন প্রকারে সেই লক্ষ্যে পৌঁছাতে চাইছে বিজেপি। সেজন্য বৈরিতা ভুলে একে একে পুরনো জোটসঙ্গীদের এনডিএ (NDA) শিবিরে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই এনডিএ শিবিরে ফিরেছেন অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি নেতা চন্দ্রবাবু নায়ডু। এখনও কথাবার্তা চলছে ওড়িশার বিজেডির সঙ্গে। সূত্রের দাবি, পাঞ্জাবে অকালি দলের সঙ্গেও ফের জোট বাঁধতে চলেছে বিজেপি। সব ঠিক থাকলে আগামী দু’তিন দিনের মধ্যেই রফা চূড়ান্ত হয়ে যাবে।
এমনিতে বিজেপি এবং অকালি দল দীর্ঘদিনের জোটসঙ্গী। ২০২০ সালে কৃষি আইনের প্রতিবাদে বিজেপির (BJP) সঙ্গ ছাড়ে অকালিরা। সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনেও নামে SAD। অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল সরাসরি বিজেপিকে ‘টুকরে টুকরে গ্যাং’ বলেও তোপ দাগেন। যে ভাষায় অকালি দলের (Akali Dal) নেতারা নিয়মিত বিজেপিকে আক্রমণ করছিলেন, তাতে একটা সময় মনে হচ্ছিল, এই দুই শিবিরের সম্পর্ক চিরতরে শেষের দিকে।
[আরও পড়ুন: যতকাণ্ড যোগীরাজ্যে, সরকারি টাকা হাতাতে দিদির কপালেই সিঁদুর দিলেন ভাই!]
কিন্তু এর মধ্যে পরিস্থিতি বদলে গিয়েছে। যে ইস্যুতে অকালি-বিজেপির ছাড়াছাড়ি হয়েছিল, সেই কৃষি আইন কেন্দ্র প্রত্যাহার করে নিয়েছে। সুতরাং, নতুন করে বিজেপির হাত ধরতে আর বাধা নেই অকালিদের। রাজনৈতিক মহলের ধারণা, এই দুই শিবিরের কারও পক্ষেই পাঞ্জাবে একার শক্তিতে ভালো ফলাফল করা সম্ভব নয়। সেরাজ্যে এখন প্রথম ও দ্বিতীয় রাজনৈতিক শক্তি আপ এবং কংগ্রেস। সূত্রের দাবি, এই দুই শক্তিকে চ্যালেঞ্জ করতে ফের এক ছাতার তলায় আসছে অকালি দল ও বিজেপি।
[আরও পড়ুন: আরও বিপাকে রামদেব, পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় সুপ্রিম তলব যোগগুরুকে]
সূত্রের খবর, ২০২৪ লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) আগে অকালি এবং বিজেপির মধ্যে প্রাথমিক স্তরের কথাবার্তা হয়েছে। আগামী দু-তিনদিনের মধ্যেই চণ্ডীগড়ে অকালি দলের কোর কমিটির বৈঠক। সেখানেই জোট সিদ্ধান্তে চূড়ান্ত শিলমোহর পড়তে পারে। এতদিন যে সূত্রে বিজেপির সঙ্গে অকালি দলের জোট হয়ে এসেছে, এই সূত্র মেনেই জোট চাইছে অকালিরা।