সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেখ শাহজাহানকে নির্দোষ প্রমাণ করতে চাপ দিচ্ছে তৃণমূলের গুণ্ডারা। চাঞ্চল্যকর অভিযোগ আনলেন বিজেপি (BJP) নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তাঁর দাবি, এক অভিযোগকারিণীকে অপহরণের চেষ্টা করেছে তৃণমূলের গুণ্ডারা। ইতিমধ্যেই এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে সন্দেশখালি থানায়। উল্লেখ্য, সন্দেশখালি নিয়ে বেশ কয়েকদিন ধরে চলছে রাজনৈতিক তরজা। একের পর এক ভিডিও ভাইরাল পরস্পরবিরোধী দাবি উঠছে। সন্দেশখালির আসল চিত্র কোনটা, সেই নিয়ে ধন্ধ কাটছে না।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রিয়াঙ্কা জানান, বুধবার দুপুরে সন্দেশখালিতে গিয়েছিলেন তিনি। সোশাল মিডিয়ায় বিজেপি নেত্রী লেখেন, "মহিলারা আমাকে দেখেই একাধিক অভিযোগ জানিয়েছেন। তার মধ্যে অন্যতম, শেখ শাহজাহানকে নির্দোষ প্রমাণ করতে চাপ দিচ্ছে তৃণমূলের গুণ্ডারা। দিন কয়েক আগে এক মহিলাকে অপহরণও করা হয়েছে।" প্রিয়াঙ্কার মতে, তাঁর কাছে অভিযোগ জানানোর মাশুল গুণতে হয়েছে ওই অভিযোগকারিণীকে। বুধবার সন্ধেবেলায় ওই অভিযোগকারিণীকে অপহরণের চেষ্টা হয়েছে বলে বিজেপি নেত্রীর অভিযোগ।
অভিযোগকারিণীর দাবি, অন্ধকারে কুকুরের ডাক শুনে বেরিয়ে এসেছিলেন তিনি। সেই সময়েই কয়েকজন এসে তাঁর মুখ চেপে ধরে। কিন্তু কাউকেই চিনতে পারেননি তিনি। ওই মহিলার কথায়, “আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। আমি পুকুর পাড়ে পড়ে গিয়েছিলাম। ওখান থেকে আবার টেনে নিয়ে মাঠের উল্টোদিকে নিয়ে গিয়েছিল। আমার মুখ বেঁধে দিয়েছিল। ওখানে কুকুর ডাকাডাকি করছিল, তখন আমাকে ওখানেই ফেলে দিয়ে চলে গিয়েছে।”
প্রিয়াঙ্কার দাবি, কোনওমতে অভিযোগকারিণীকে উদ্ধার করার পরেই ঘটনাটি পুলিশে জানানো হয়। থানায় নিয়ে যাওয়া হয় অভিযোগকারিনীকে। ঘটনাস্থলেও যায় সন্দেশখালি থানার পুলিশ। যদিও পুরো ঘটনাকে সাজানো বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। বসিরহাট টাউন প্রেসিডেন্ট অভিজিৎ ঘোষ বলেন, “সন্দেশখালিতে যে নাটক চলছে তা সবাই জানে। প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নিজেরই কোনও অস্তিত্ব নেই। তিনি গিয়ে উত্তেজনা ছড়াচ্ছেন সন্দেশখালিতে।” উল্লেখ্য, গত কয়েকদিনে এমন ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে বলা হচ্ছে চাপ দিয়ে শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। এদিন প্রিয়াঙ্কার ভিডিওতে আবার উঠে আসছে অন্য় ঘটনা। সবমিলিয়ে, নির্বাচনের আগে সন্দেশখালিতে বাড়ছে ধোঁয়াশা।