shono
Advertisement

Breaking News

ভোটের মুখে ছত্তিশগড়ে ভয়াবহ মাও হামলা, নিহত বিজেপি বিধায়ক-সহ ৬

ভোটের দিনেও এড়ানো যাচ্ছে না নাশকতার আশঙ্কা৷ The post ভোটের মুখে ছত্তিশগড়ে ভয়াবহ মাও হামলা, নিহত বিজেপি বিধায়ক-সহ ৬ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:08 PM Apr 09, 2019Updated: 07:15 PM Apr 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের ঠিক একদিন আগে মাওবাদী হামলা৷ ফের রক্তাক্ত ছত্তিশগড়৷ এবার বিজেপির ভোট প্রচারের কনভয়ে হামলা চালাল মাওবাদীরা। ওই কনভয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পাঁচ জওয়ানের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহত বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভিও৷ মাওবাদী হামলার পরই উচ্চপর্যায়ের বৈঠকে প্রশাসনিক আধিকারিকরা৷

Advertisement

[ আরও পড়ুন: বিজেপি কখনও ১৫ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়নি, দাবি রাজনাথের]

১১ এপ্রিল বৃহস্পতিবার ছত্তিশগড়ে প্রথম দফায় ভোটগ্রহণ রয়েছে। মাওবাদী অধ্যুষিত একমাত্র বস্তার আসনেই ভোটগ্রহণ হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথম দফার ভোটের মাত্র একদিন আগেই মঙ্গলবার দান্তেওয়াড়ায় প্রচারে যাচ্ছিলেন বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভি। সেই সময়ই কনভয়ে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে৷ কনভয়ের নিরাপত্তায় থাকা জওয়ানদের লক্ষ্য করেই মূলত হামলা চালানো হয়। প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় বিধায়কের গাড়ি৷ ওই কনভয়ের দায়িত্বে ছিলেন পাঁচজন নিরাপত্তারক্ষী৷ তাঁরা মারা যান৷ মাওবাদী হামলার পর থেকেই নিখোঁজ হয়ে যান বিধায়ক ভীমা মাণ্ডভি৷ বেশ কিছুক্ষণ পর পুলিশের তরফে জানানো হয় যে ওই বিধায়কেরও প্রাণহানি হয়েছে৷

[ আরও পড়ুন: সরকার গঠনে নগণ্য হয়েও গণতন্ত্রের উৎসবে উৎসাহী অসম-চিনা সম্প্রদায়]

নির্বাচনের মাত্র সপ্তাহখানেক আগেই ভোট বয়কটের ডাক দিয়েছিল মাওবাদীরা৷ এই সিদ্ধান্ত জানার পর থেকেই অশান্তির আশঙ্কা করেছিলেন প্রশাসনিক আধিকারিকরা৷ তাই ইতিমধ্যেই ছত্তিশগড়জুড়ে জারি রয়েছে কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি অভিযান, রুটিন টহলদারি৷ বৃহস্পতিবার কাংকেরে রুটিন তল্লাশি চালানোর সময় বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা৷ পালটা জবাব দেন বিএসএফ জওয়ানরাও৷ মাওবাদীদের ছোঁড়া গুলিতে চারজন শহিদ হন৷ জখম হন আরও দু’জন৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই দান্তেওয়াড়ায় ফের নিজেদের অস্তিত্ব জানান দিল মাওবাদীরা৷ এই ঘটনায় নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনিক কর্তাদের মনে৷

The post ভোটের মুখে ছত্তিশগড়ে ভয়াবহ মাও হামলা, নিহত বিজেপি বিধায়ক-সহ ৬ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement