ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: সামনেই বিধানসভা নির্বাচন (Assembly Election 2021)। তার আগে দলবদল নিয়ে কার্যত অস্বস্তিতে তৃণমূল। এই পরিস্থিতিতেই কি এবার বদলাতে চলেছে রাজনৈতিক সমীকরণ? এবার কি বিজেপি ঘুরে ফের তৃণমূলে আসতে চলেছেন নোয়াপাড়া এবং বনগাঁ উত্তরের বিধায়ক? সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে তাঁদের আলোচনা নিয়েই তৈরি হয়েছে নয়া জল্পনা। যদিও এ বিষয়ে গেরুয়া শিবিরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
একসময় তৃণমূলের বিধায়ক ছিলেন সুনীল সিং এবং বিশ্বজিৎ দাস। সুনীল সিং (Sunil Singh) ছিলেন নোয়াপাড়ার এবং বনগাঁ উত্তরের তৃণমূল বিধায়ক ছিলেন বিশ্বজিৎ দাস (Biswajit Das)। তারপর গেরুয়া শিবিরে যোগ দেন তাঁরা। তবে সোমবার বিধানসভার অধিবেশনের একেবারে শেষ দিনে অন্য ছবি দেখা গেল। এদিন সকালে বিশ্বজিৎ দাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পায়ে হাত দিয়ে প্রণাম করেন। তারপর বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে যান দুই বিজেপি বিধায়ক। সঙ্গে ছিলেন উত্তর ২৪ পরগনার জেলা নেতৃত্ব। ছিলেন জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক। প্রায় ২০ মিনিট কথা হয় তাঁদের।
[আরও পড়ুন: ফের কল্পতরু মুখ্যমন্ত্রী, বিধানসভা অধিবেশনের শেষদিনে ৭২ হাজার কোটির নয়া প্রকল্পের ঘোষণা]
সাক্ষাতের পর স্বাভাবিকভাবেই ওই দুই বিধায়কের ফের তৃণমূলে (TMC) ফেরা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, বিজেপি ছেড়ে কি ফের শাসকদলের ঘরে ফিরতে চলেছেন সুনীল সিং এবং বিশ্বজিৎ দাস। ভাটপাড়ার বিজেপি (BJP) বিধায়ক অর্জুন সিংয়ের (Arjun Singh) আত্মীয় সুনীল সিং। তবে কি অর্জুনের ঘরেই এবার ফুটতে চলেছে ঘাসফুল, সে প্রশ্নও মাথাচাড়া দিয়েছে। যদিও বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগদানের জল্পনা কার্যত নস্যাৎ করে দিয়েছেন দুই বিধায়কই। তাঁদের দাবি, উন্নয়ন নিয়ে কথা বলতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। আর মাত্র কয়েকদিনের মধ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে। লাগু হবে নির্বাচনী বিধি। সেই সময় কোনও উন্নয়নমূলক কাজই হবে না। সেক্ষেত্রে কেন তাঁরা এই সময়ে উন্নয়নমূলক কাজ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে গেলেন, স্বাভাবিকভাবে সেই প্রশ্নও উঠছে। যদিও উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick) দলবদলের জল্পনা পুরোপুরি উড়িয়ে দেননি। সুনীল সিংয়ের দলে ফেরা সংক্রান্ত সিদ্ধান্ত ফিরহাদ হাকিম (Firhad Hakim) নিতে পারেন বলেই জল্পনা জিইয়ে রেখেছেন জ্যোতিপ্রিয়।
দেখুন ভিডিও: