সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংখ্যালঘুদের মন জয় করতে মুসলিম কর্মীদের জন্য নয়া পদক্ষেপ নিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত৷ ঘোষণা করা হয়েছিল, এবার থেকে সরকারি কর্মচারীদের প্রতি শুক্রবার নমাজের জন্য ৯০ মিনিটের বিরতি দেওয়া হবে৷ অর্থাৎ দুপুর সাড়ে ১২টা থেকে ২টো পর্যন্ত কাজ থেকে বিরতি নিতে পারবেন কর্মীরা৷ এই সিদ্ধান্তের বিরোধিতা করে রাওয়াতকে একহাত নিল বিজেপি৷
সোমবার বিজেপি-র তরফে রাওয়াতের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা হয়৷ বিজেপি মুখপাত্র নলীন কোহলি প্রশ্ন তোলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য শুক্রবার দেড় ঘণ্টা কাজ থেকে বিরতি নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে৷ কাল যদি হিন্দু সম্প্রদায়ের মানুষ সোম, মঙ্গল এবং শনিবার কাজ থেকে দু’ঘণ্টা করে বিরতি চান, তখন কী করবে রাওয়াত সরকার? নলীন কোহলি বলেন, “সোমবার শিব পুজো, মঙ্গলবার হনুমান পুজো এবং শনিবার গ্রহরাজের পুজোর জন্য যদি হিন্দু সম্প্রদায় দু’ঘণ্টা করে বিরতির দাবি তোলে, তখন সরকার কী করবে? এমন ঘোষণা সম্পূর্ণ যুক্তিহীন৷ শুধুমাত্র সংখ্যালঘুদের ভোট পেতে যে কোনও সীমা ছাড়াতে পারে উত্তরাখণ্ডের কংগ্রেস সরকার৷”
বিজেপি নেতা অনিল বালুনির গলাতেও একই সুর৷ তিনি বলছেন, “আগামী বছরের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷” শিব সেনার মনীষা কায়ান্দে রাওয়াত সরকারের বিরোধিতা করে বলেন, বিষয়টি সংসদে তোলা হবে৷